আই/ও সম্মেলনের আগেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে গুগল, কেন
Published: 29th, April 2025 GMT
বার্ষিক আই/ও সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে অ্যান্ড্রয়েড–বিষয়ক আলাদা একটি অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছে গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ নামের ভার্চ্যুয়াল এই অনুষ্ঠান আগামী ১৩ মে ইউটিউব ও অ্যান্ড্রয়েডের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।
২০ মে হবে গুগলের বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’। ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে আয়োজিত দুই দিনের গুগল আই/ও সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে অ্যান্ড্রয়েড–বিষয়ক আলাদা একটি অনুষ্ঠান আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এবারের সম্মেলনে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তি, বিশেষ করে ‘জেমিনি’ ও অন্যান্য এআইয়ের সুবিধা বেশি গুরুত্ব পাবে। পাশাপাশি ‘প্রজেক্ট অ্যাস্ট্রো’ সম্পর্কেও নতুন ঘোষণা আসতে পারে।
অ্যান্ড্রয়েড–বিষয়ক আলাদা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সামীর সামাত বলেন, ‘আই/ও সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আমরা কিছু গুরুত্বপূর্ণ খবর আগেভাগেই জানাব। তবে আই/ও–তে আরও বিশেষ ঘোষণা ও চমক অপেক্ষা করছে।’
কয়েক বছর আগেও আই/ও সম্মেলনে অ্যান্ড্রয়েডই ছিল মূল আকর্ষণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই পটভূমি বদলেছে। গত বছর সম্মেলনে অ্যান্ড্রয়েড নিয়ে আলোচনা হলেও তা আগের মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন