বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২৫ শে বৈশাখ উপলক্ষে তাকে নিয়ে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে ‘তোমার সোনার তরী’ শিরোনামে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী জিন্নাহ খান। গীতিকার ও অনুরূপ আইচের কথা-সুরে এ গানের সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্ট’ এর ইউটিউব চ্যানেলে। 

গানটি প্রসঙ্গে গায়ক বলেন,  আমার গানে বাণিজ্যকে প্রাধান্য দিই না। ভালো গানের পাশাপাশি এক্সেপশানাল কিছু গান করে যেতে চাই ভবিষ্যতের জন্য। সেই বাসনা থেকে গতবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গান করেছি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করলাম। আগামীতে পল্লীকবি জসিম উদ্দিনকে নিয়ে করবো। এরকম মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়ে অনেক গান করার ইচ্ছা রয়েছে। কনসেপ্টটি  আমি পেয়েছি অনুরূপ আইচের থেকে। 

অনুরূপ আইচ বলেন, আমাদের দেশে এখন অনেক শিল্পী থাকলেও শিল্পবোদ্ধা শিল্পীর অভাব রয়েছে। কিন্তু জিন্নাহ খান আমার ব্যাতিক্রমী ধারার গান করার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ায় আমার ইচ্ছামাফিক কিছু গান করতে পারছি। আমার বিশ্বাস, আমার লেখা ও সুরে ‘কাজী নজরুল’ গানের মতো রবীন্দ্রনাথকে নিয়ে গানটিও ইতিবাচক সাড়া ফেলবে। 

জাহিদ বাশার পংকজ বলেন, স্বনামধন্য গীতিকার অনুরূপ আইচের সাথে আমার অনেক হিট গান রয়েছে। উনার সুবাদে জিন্নাহ খানের এক্সেপশানাল গানগুলো করেও আমি আনন্দিত। নজরুল ও রবীন্দ্রনাথকে নিয়ে এই গানগুলো ভবিষ্যতে ইতিহাস হয়ে রবে বলে বিশ্বাস করি আমি।  

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ.

বাবুল।

উৎস: Samakal

কীওয়ার্ড: নত ন গ ন গ ন কর

এছাড়াও পড়ুন:

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেওয়া হলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়।

আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি। এটিই ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।

তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ।

সম্পর্কিত নিবন্ধ