গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪
Published: 2nd, May 2025 GMT
মিশুক চালক ও পত্রিকা বিক্রেতা আনিছুর রহমান ঠান্ডা মিয়াকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুরে রংপুর র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৩ এর অধিনায়ক লে. কর্নেল মোহা. জয়নুল আবেদীন।
গ্রেপ্তারকৃতরা হল গাইবান্ধা সদরের মৃত খলিল মিয়ার ছেলে কবির আলম (৪০), আসলাম মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), সাদুল্লাহপুরের আনিছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম ওরফে বাবু (৪০) ও মোসলেম উদ্দিন মণ্ডলের ছেলে রাশেদ মণ্ডল (৪২)। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
অধিনায়ক জয়নুল আবেদীন জানান, গত ২৫ এপ্রিল গাইবান্ধায় মিশুক চালক ও পত্রিকা বিক্রেতা আনিছুর রহমান ঠান্ডা মিয়াকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন পিডিবি নেসকো-১ অফিসের গেটের পাশে ফেলে রেখে অটো মিশুকটি ছিনতাই করে নিয়ে যায়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই র্যাব-১৩ এর একাধিক টিম ছায়া তদন্তে নামে এবং ঘটনায় জড়িতদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাইবান্ধার বিভিন্নস্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের গ্রেপ্তারের সময় ছিনতাই করা মিশুকটি উদ্ধার করা হয়। এছাড়া এই হত্যা মামলায় গত ২৭ এপ্রিল অন্যতম অভিযুক্ত আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা