হাতকড়া ছাড়া থানায় নেওয়ার পথে পুলিশের ওপর আসামির হামলা
Published: 3rd, May 2025 GMT
কুষ্টিয়ার মিরপুরে হাতকড়া পরানো ছাড়াই আসামিকে মোটরসাইকেলে বসিয়ে থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা ক্যাম্প পুলিশের এসআই মনিরুল ও কনস্টেবল রুস্তম আলী। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা অবস্থায় চাইনিজ কুড়াল দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আসামি। এ সময় উপস্থিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে থানার কাছাকাছি এলাকায় প্রসাদ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আসামিকে নিয়ে মোটরসাইকেলটি মিরপুরের প্রসাদ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে এলে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের ওপর থেকেই আসামি তার কোমরে থাকা চাইনিজ কুড়ালটি বের করে প্রথমে পেছনে থাকা কনস্টেবল রুস্তমের মাথায় আঘাত করে। এতে আহত হন ওই কনস্টেবল। এ সময় চালক এস আই মনিরুল তাকে বাধা দেন। মনিরুলের মাথায়ও আঘাত করে ওই আসামি। তবে মাথায় হেলমেট পরিহিত থাকায় হেলমেট ফেটে যায়। গুরুতর আহত হননি তিনি। এ ঘটনার পর আহত কনস্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় আনার সময় ওই আসামি হামলা করে। এতে এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন। বর্তমানে আসামি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।
ঢাকা/কাওছার/রফিক