কুষ্টিয়ার মিরপুরে হাতকড়া পরানো ছাড়াই আসামিকে মোটরসাইকেলে বসিয়ে থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা ক্যাম্প পুলিশের এসআই মনিরুল ও কনস্টেবল রুস্তম আলী। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা অবস্থায় চাইনিজ কুড়াল দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আসামি। এ সময় উপস্থিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে থানার কাছাকাছি এলাকায় প্রসাদ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আসামিকে নিয়ে মোটরসাইকেলটি মিরপুরের প্রসাদ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে এলে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের ওপর থেকেই আসামি তার কোমরে থাকা চাইনিজ কুড়ালটি বের করে প্রথমে পেছনে থাকা কনস্টেবল রুস্তমের মাথায় আঘাত করে। এতে আহত হন ওই কনস্টেবল। এ সময় চালক এস আই মনিরুল তাকে বাধা দেন। মনিরুলের মাথায়ও আঘাত করে ওই আসামি। তবে মাথায় হেলমেট পরিহিত থাকায় হেলমেট ফেটে যায়। গুরুতর আহত হননি তিনি। এ ঘটনার পর আহত কনস্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় আনার সময় ওই আসামি হামলা করে। এতে এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন। বর্তমানে আসামি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ