২০১৪ সালে বন্ধুরা মিলে সাকা হাফং অভিযানে যাচ্ছি। হঠাৎই দলে এসে ভিড়লেন এক আগন্তুক। চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়েন, নাম বাবর আলী। টুকটাক ট্রেক করেন শুনে কেউ আর আপত্তি করিনি। আর অভিযান শেষে আগন্তুক বাবর হয়ে উঠলেন নিজেদের মানুষ। তাঁর চোখে অনেক স্বপ্ন। এই পাহাড়পাগল একদিন যে কিছু একটা করবেন, পথ চলতে চলতেই সেটা জানা হয়ে গেছে। কিন্তু সেই কিছুটা যে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণাশিখর ছোঁয়া, কে তা ভেবেছিল! চোখের সামনেই বাবর নামের এক বীজকে বৃক্ষে পরিণত হতে দেখলাম, লক্ষ্য স্থির করলে যাঁকে আর কিছুই নাড়াতে পারে না।
গহিন বন, সমুদ্রের উত্তাল জলরাশি থেকে বরফঢাকা শৃঙ্গ—সবখানেই বাবরের অবাধ বিচরণ। রক ক্লাইম্বিং, স্কুবা ডাইভিং, কায়াকিং, আলট্রা রানিং, সাইক্লিং, সাঁতার, ক্রস কান্ট্রি হাইকিং—অ্যাডভেঞ্চারের সব শাখাতেই বাবর আলীর সরব উপস্থিতি। সাইকেলে চেপে ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী গেছেন, হেঁটেছেন শ্রীলঙ্কার এ-মাথা থেকে ও-মাথা, দেশের ৬৪ জেলা ৬৪ দিনে হাঁটার মতো কাজ করেছেন।
অন্নপূর্ণা–১ পর্বতশৃঙ্গ জয় করে বেজক্যাম্পে ফিরে আসার পর বাবর আলী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমি যৌবনের পিছনে ছুটছি না, সত্যকে আলিঙ্গন করছি’
বাথটাবে হেলান দিয়ে বসে আছেন অভিনেত্রী কনীনিকা। তার পরনে ঘিয়ে রঙের বাথরোব। হাতে ওয়াইনের গ্লাস। কখনো কাঁধ থেকে খসে পড়ছে তার বাথরোব। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফটোশুটের একটি ভিডিওতে এমন আবেদনময়ী লুকে দেখা যায় ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকাকে।
একই ফটোশুটের অন্য একটি ভিডিওর ক্যাপশনে কনীনিকা লেখেন, “চল্লিশের দশক উদযাপন। আমি যৌবনের পিছনে ছুটছি না। আমি আমার সত্যকে আলিঙ্গন করছি। এটা হলো নারীত্বের ‘ভালোবাসা’, যা আমার চল্লিশের দশকে সুন্দরভাবে ফুটে উঠেছে।”
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করার পর থেকে চর্চায় পরিণত হয়েছেন কনীনিকা ব্যানার্জি। নেটিজেনরা তার প্রশংসা করছেন। একজন লেখেন, “চমৎকার। আমি আপনার চিন্তাকে ভালোবাসি।” কনীনিকার ভাবনাকে সমর্থন জানিয়ে একজন লেখেন, “বয়স কেবলই একটি সংখ্যা দিদি, এটা তুমি প্রমাণ করেছো।” অহনা লেখেন, “তুমি আগুন জ্বালিয়েছো দিদি।” তবে সবাই কনীনিকার সঙ্গে সহমত পোষণ করেননি। কেউ কেউ তাকে আক্রমণ করেও মন্তব্য করেছেন।
আরো পড়ুন:
দায়িত্ব নিয়েই বলছি—সাফা, তুই বিয়ে কর: তৌসিফ
বাবা হলেন শ্যামল মাওলা
কনীনিকার বয়স এখন ৪৫ বছর। এ বয়সে এমন ফটোশুটের বিষয়ে কনীনিকা ব্যানার্জি বলেন, “৪০ বললেই লোকে ধরে নেয় গেল রে বুড়ো হয়ে গেল। এটা একটা ধারণা। কিন্তু বিশেষ করে এখন, আমাদের চল্লিশের সঙ্গে মায়েদের চল্লিশের অনেক তফাৎ।”
কনীনিকার মুখে বয়সের ছাপ পড়লেও বোটক্স করাননি। কারণ নিজের বয়সকে আরো সুন্দরভাবে তুলে ধরতে চান। কনীনিকা বলেন, “বয়স লোকানোর জন্য বোটক্স ও ফিলার্স কখনো করাব না। বলিরেখার মধ্যেও অন্য সৌন্দর্য লুকিয়ে থাকে। এমনকি ওজন কমানোতেও বিশ্বাসী নই। এইভাবে নিজের ৪০ পেরোনো বয়সকে উদযাপন করতে চাই।”
ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের খুবই চেনা মুখ কনীনিকা ব্যানার্জি। খুব ছোট বয়স থেকে অভিনয় করছেন তিনি। রবি ওঝার ‘এক আকাশের নীচে’ সিরিয়াল দিয়ে অভিনয়ে পা রাখেন। এরপর সিরিয়ালের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করেও নজর কাড়েন এই অভিনেত্রী।
২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন কনীনিকা। প্রযোজক সুরজিৎ হরির দ্বিতীয় স্ত্রী তিনি। এ দম্পতির একমাত্র সন্তান অন্তঃকরণা। তার ডাকনাম কিয়া। সুরজিতের প্রথম পক্ষের সন্তানের সঙ্গেও দারুণ সম্পর্ক কনীনিকার।
ঢাকা/শান্ত