মেসিদের কোচ স্কালোনি অংশ নিলেন সাইক্লিং রেসে, কততম হলেন
Published: 5th, May 2025 GMT
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সাইক্লিং প্রীতি অনেক আগে থেকেই। বিভিন্ন সময় প্রতিযোগিতামূলক বিভিন্ন সাইক্লিং রেসেও অংশ নিতে দেখা গেছে তাঁকে। সেই ধারায় আবারও সাইক্লিং করতে দেখা গেল স্কালোনিকে। তবে এবার অবশ্য একা নন, স্কালোনি সাইক্লিং করেছেন পাবলো আইমারসহ অন্য কোচিং স্টাফদের নিয়ে।
সম্প্রতি আর্জেন্টিনার কোচিং স্টাফরা অংশ নিয়েছেন লাতিন আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেস দেসাফিও রিও পিন্টোতে। করডোবার পুনিলা ভ্যালিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মর্যাদাসম্পন্ন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পেয়ে আপ্লুত হওয়ার কথা জানিয়েছেন স্কালোনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্কালোনি যখন ফিনিশিং লাইন অতিক্রম করেন, তখন তাঁর শরীর ছিল পুরোপুরি কর্দমাক্ত। তবে ঠোঁটের কোণের হাসিটা অবশ্য অমলিনই ছিল।
আরও পড়ুনবিশ্বকাপ জিতেও নিজের অভ্যাসটা ছাড়তে পারলেন না স্কালোনি২৬ ডিসেম্বর ২০২২একাধিক ভিডিওতে দেখা গেছে, রেস শুরুর আগে স্কালোনি বেশ মনোযোগী ছিলেন। মনে হচ্ছিল, যেন আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়ানো কোচ স্কালোনি। যাত্রা শুরুর আগে আর্জেন্টিনার জাতীয় সংগীতের সঙ্গে ঠোঁট মিলিয়েও নিজেকে উজ্জ্বীবিত করেছেন স্কালোনি।
পাশাপাশি পাঁচ হাজারের বেশি অংশগ্রহণকারী বাইকারদের দিয়েছেন বিশেষ বার্তা। স্কালোনি বলেছেন, ‘চলুন রেসটা আমরা উপভোগ করি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’ স্কালোনি যখন কথা বলছিলেন তখন আশপাশে ‘আর্জেন্টিনা’ ‘আর্জেন্টিনা’ স্লোগানও শোনা যাচ্ছিল।
প্রতিযোগিতায় ‘ম্যানস প্রফেশনাল’ বিভাগে অংশ নেওয়া ৯৮ জনের মধ্যে স্কালোনি শেষ করেছেন ২২ নম্বরে থেকে। প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, ৮৫ কিলোমিটারের রেস শেষ করতে স্কালোনির সময় লেগেছে ৩ ঘণ্টা ৩৩ মিনিট ৩৩ সেকেন্ড।
আরও পড়ুনআর্জেন্টিনা কোচ স্কালোনির সবচেয়ে দুঃখের দিন আসবে সামনে৩১ জানুয়ারি ২০২৫স্কালোনির দুই সহকারী আইমার ও ওয়াল্টার স্যামুয়েল অনেক পিছিয়ে থেকে শেষ করেছেন। এ দুজনের সময় লেগেছে ৪ ঘণ্টা ১২ মিনিট এবং ৩১ সেকেন্ড। আর রবার্তো আয়ালা শেষ করেছেন ৬ ঘণ্টা ১২ মিনিট ৪০ সেকেন্ডে। তাঁর অবস্থান ছিল ৭৮ নম্বর। প্রতিযোগিতার বিজয়ী কাতরেল আন্দ্রেস সোতো রেস শেষ করেছে ২ ঘণ্টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে।
এর আগে ২০২৩ সালে নিজের সাইক্লিং প্রীতি নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘ফুটবল ছাড়ার পর আমার মধ্যে সাইক্লিং নিয়ে প্যাশন তৈরি হয়। আমি প্রতিদিন দেড় ঘণ্টা সাইকেল চালাই, যদিও রোড বাইকের চেয়ে মাউন্টেন বাইক বেশি চালানো হয়।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন র শ ষ কর ছ কর ছ ন
এছাড়াও পড়ুন:
মেসিদের কোচ স্কালোনি অংশ নিলেন সাইক্লিং রেসে, কততম হলেন
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সাইক্লিং প্রীতি অনেক আগে থেকেই। বিভিন্ন সময় প্রতিযোগিতামূলক বিভিন্ন সাইক্লিং রেসেও অংশ নিতে দেখা গেছে তাঁকে। সেই ধারায় আবারও সাইক্লিং করতে দেখা গেল স্কালোনিকে। তবে এবার অবশ্য একা নন, স্কালোনি সাইক্লিং করেছেন পাবলো আইমারসহ অন্য কোচিং স্টাফদের নিয়ে।
সম্প্রতি আর্জেন্টিনার কোচিং স্টাফরা অংশ নিয়েছেন লাতিন আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেস দেসাফিও রিও পিন্টোতে। করডোবার পুনিলা ভ্যালিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মর্যাদাসম্পন্ন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পেয়ে আপ্লুত হওয়ার কথা জানিয়েছেন স্কালোনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্কালোনি যখন ফিনিশিং লাইন অতিক্রম করেন, তখন তাঁর শরীর ছিল পুরোপুরি কর্দমাক্ত। তবে ঠোঁটের কোণের হাসিটা অবশ্য অমলিনই ছিল।
আরও পড়ুনবিশ্বকাপ জিতেও নিজের অভ্যাসটা ছাড়তে পারলেন না স্কালোনি২৬ ডিসেম্বর ২০২২একাধিক ভিডিওতে দেখা গেছে, রেস শুরুর আগে স্কালোনি বেশ মনোযোগী ছিলেন। মনে হচ্ছিল, যেন আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়ানো কোচ স্কালোনি। যাত্রা শুরুর আগে আর্জেন্টিনার জাতীয় সংগীতের সঙ্গে ঠোঁট মিলিয়েও নিজেকে উজ্জ্বীবিত করেছেন স্কালোনি।
পাশাপাশি পাঁচ হাজারের বেশি অংশগ্রহণকারী বাইকারদের দিয়েছেন বিশেষ বার্তা। স্কালোনি বলেছেন, ‘চলুন রেসটা আমরা উপভোগ করি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’ স্কালোনি যখন কথা বলছিলেন তখন আশপাশে ‘আর্জেন্টিনা’ ‘আর্জেন্টিনা’ স্লোগানও শোনা যাচ্ছিল।
প্রতিযোগিতায় ‘ম্যানস প্রফেশনাল’ বিভাগে অংশ নেওয়া ৯৮ জনের মধ্যে স্কালোনি শেষ করেছেন ২২ নম্বরে থেকে। প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, ৮৫ কিলোমিটারের রেস শেষ করতে স্কালোনির সময় লেগেছে ৩ ঘণ্টা ৩৩ মিনিট ৩৩ সেকেন্ড।
আরও পড়ুনআর্জেন্টিনা কোচ স্কালোনির সবচেয়ে দুঃখের দিন আসবে সামনে৩১ জানুয়ারি ২০২৫স্কালোনির দুই সহকারী আইমার ও ওয়াল্টার স্যামুয়েল অনেক পিছিয়ে থেকে শেষ করেছেন। এ দুজনের সময় লেগেছে ৪ ঘণ্টা ১২ মিনিট এবং ৩১ সেকেন্ড। আর রবার্তো আয়ালা শেষ করেছেন ৬ ঘণ্টা ১২ মিনিট ৪০ সেকেন্ডে। তাঁর অবস্থান ছিল ৭৮ নম্বর। প্রতিযোগিতার বিজয়ী কাতরেল আন্দ্রেস সোতো রেস শেষ করেছে ২ ঘণ্টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে।
এর আগে ২০২৩ সালে নিজের সাইক্লিং প্রীতি নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘ফুটবল ছাড়ার পর আমার মধ্যে সাইক্লিং নিয়ে প্যাশন তৈরি হয়। আমি প্রতিদিন দেড় ঘণ্টা সাইকেল চালাই, যদিও রোড বাইকের চেয়ে মাউন্টেন বাইক বেশি চালানো হয়।’