আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সাইক্লিং প্রীতি অনেক আগে থেকেই। বিভিন্ন সময় প্রতিযোগিতামূলক বিভিন্ন সাইক্লিং রেসেও অংশ নিতে দেখা গেছে তাঁকে। সেই ধারায় আবারও সাইক্লিং করতে দেখা গেল স্কালোনিকে। তবে এবার অবশ্য একা নন, স্কালোনি সাইক্লিং করেছেন পাবলো আইমারসহ অন্য কোচিং স্টাফদের নিয়ে।

সম্প্রতি আর্জেন্টিনার কোচিং স্টাফরা অংশ নিয়েছেন লাতিন আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেস দেসাফিও রিও পিন্টোতে। করডোবার পুনিলা ভ্যালিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মর্যাদাসম্পন্ন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পেয়ে আপ্লুত হওয়ার কথা জানিয়েছেন স্কালোনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্কালোনি যখন ফিনিশিং লাইন অতিক্রম করেন, তখন তাঁর শরীর ছিল পুরোপুরি কর্দমাক্ত। তবে ঠোঁটের কোণের হাসিটা অবশ্য অমলিনই ছিল।

আরও পড়ুনবিশ্বকাপ জিতেও নিজের অভ্যাসটা ছাড়তে পারলেন না স্কালোনি২৬ ডিসেম্বর ২০২২

একাধিক ভিডিওতে দেখা গেছে, রেস শুরুর আগে স্কালোনি বেশ মনোযোগী ছিলেন। মনে হচ্ছিল, যেন আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়ানো কোচ স্কালোনি। যাত্রা শুরুর আগে আর্জেন্টিনার জাতীয় সংগীতের সঙ্গে ঠোঁট মিলিয়েও নিজেকে উজ্জ্বীবিত করেছেন স্কালোনি।

পাশাপাশি পাঁচ হাজারের বেশি অংশগ্রহণকারী বাইকারদের দিয়েছেন বিশেষ বার্তা। স্কালোনি বলেছেন, ‘চলুন রেসটা আমরা উপভোগ করি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’ স্কালোনি যখন কথা বলছিলেন তখন আশপাশে ‘আর্জেন্টিনা’ ‘আর্জেন্টিনা’ স্লোগানও শোনা যাচ্ছিল।

প্রতিযোগিতায় ‘ম্যানস প্রফেশনাল’ বিভাগে অংশ নেওয়া ৯৮ জনের মধ্যে স্কালোনি শেষ করেছেন ২২ নম্বরে থেকে। প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, ৮৫ কিলোমিটারের রেস শেষ করতে স্কালোনির সময় লেগেছে ৩ ঘণ্টা ৩৩ মিনিট ৩৩ সেকেন্ড।

আরও পড়ুনআর্জেন্টিনা কোচ স্কালোনির সবচেয়ে দুঃখের দিন আসবে সামনে৩১ জানুয়ারি ২০২৫

স্কালোনির দুই সহকারী আইমার ও ওয়াল্টার স্যামুয়েল অনেক পিছিয়ে থেকে শেষ করেছেন। এ দুজনের সময় লেগেছে ৪ ঘণ্টা ১২ মিনিট এবং ৩১ সেকেন্ড। আর রবার্তো আয়ালা শেষ করেছেন ৬ ঘণ্টা ১২ মিনিট ৪০ সেকেন্ডে। তাঁর অবস্থান ছিল ৭৮ নম্বর। প্রতিযোগিতার বিজয়ী কাতরেল আন্দ্রেস সোতো রেস শেষ করেছে ২ ঘণ্টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে।

এর আগে ২০২৩ সালে নিজের সাইক্লিং প্রীতি নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘ফুটবল ছাড়ার পর আমার মধ্যে সাইক্লিং নিয়ে প্যাশন তৈরি হয়। আমি প্রতিদিন দেড় ঘণ্টা সাইকেল চালাই, যদিও রোড বাইকের চেয়ে মাউন্টেন বাইক বেশি চালানো হয়।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন র শ ষ কর ছ কর ছ ন

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

ঝালকাঠিতে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সদস্যরা শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি থানার বিসিক, প্রতাপ, বরইতলা, ভৈরবপাশা, ষাটপাকিয়া, শ্রীরামপুর, আমিরাবাদসহ সড়কের পাশে থাকা বিভিন্ন মাইলফলকে এসব পোস্টার লাগানো হয়।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি সকলে নজরে আসে।

একাধিক সূত্র জানায়, রাতের আঁধারেই এসব পোস্টার লাগানো হয়। ঘটনার পরপরই ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। পাশাপাশি টহলে রয়েছে জেলা পুলিশের বিভিন্ন টিম। পুলিশের বিশেষ নজরদারি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও চলছে।

জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন বলেন, ‘‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাতের আঁধারে পোস্টারিং করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গণঅভ্যুত্থানের পর তাদের সাহস নেই প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করার, তাই চোরের মতো রাতের আঁধারে পোস্টার লাগিয়েছে।’’

এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঝালকাঠির বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। যারা পোস্টার লাগিয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, “পোস্টারগুলো কারা লাগিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি অনুসন্ধান করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’

তিনি আরো বলেন, ‘‘মহাসড়কে টহল পুলিশ কর্তব্য পালন করছে। হয়তো রাতের আঁধারে কেউ চোখ ফাঁকি দিয়ে পোস্টার লাগিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে যারা এ কাজ করেছে, তাদের শনাক্তেরও চেষ্টা চলছে।”

ঢাকা/অলোক/এস

সম্পর্কিত নিবন্ধ