গলে-কলম্বোয় দুই টেস্ট বাংলাদেশের, এক মাসের সফরসূচি প্রকাশ
Published: 5th, May 2025 GMT
চার বছর পর টেস্ট খেলতে আগামী জুনে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গল ও কলম্বোতে দুই টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।
পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও রয়েছে এবারের দ্বিপক্ষীয় সিরিজে। সোমবার এক মাসের সফরসূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
দুই দলের এই টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর। প্রথম টেস্ট হবে গলেতে, ১৭ থেকে ২১ জুন। কলম্বোতে দ্বিতীয় টেস্ট ২৫-২৯ জুন।
আরো পড়ুন:
আইসিসির মাস সেরার লড়াইয়ে প্রথমবার মিরাজ
ওয়ানডে র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে বাংলাদেশ
সবশেষ বাংলাদেশ ২০২১ সালে শ্রীলঙ্কা সফর করেছিল। কোভিডের পরপরই পাল্লেকেল্লেতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্ট শ্রীলঙ্কা জিতে নিশ্চিত করে সিরিজ।
বাংলাদেশ সবশেষ ২০১৭ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। টেস্ট সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষে টি-টোয়েন্টি। তিন ওয়ানডের প্রথম দুইটি হবে কলম্বোতে, ২ ও ৫ জুলাই। তৃতীয় ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেল্লেতে। প্রথম টি-টোয়েন্টি হবে পাল্লেকেল্লেতে, ১০ জুলাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ডাম্বুলায় ১৩ জুলাই এবং শেষ টি-টোয়েন্টি কলম্বোতে ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
আগামী ৩ জুন বাংলাদেশের পাকিস্তান সফর শেষ হবে। এরপর দেশে ফিরে ঈদের ছুটি কাটিয়ে দল ১৩ জুন যাবে শ্রীলঙ্কায়। সেখানে তিনদিন অনুশীলন করে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। কলম্বো নেমে সরাসরি গলে চলে যাবে অতিথিরা। কলম্বোতে টেস্ট ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ওয়ানডে সিরিজ হবে প্রেমাদাসায়।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কলম ব ত প রথম ট
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা