পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
Published: 6th, May 2025 GMT
কিছুদিন ধরে জাতীয় দল হিসেবে কোন দেশকে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বেছে নেবেন তা নিয়ে শোনা যাচ্ছিল নানা আলোচনা। বিভিন্ন কারণে পাঁচটি দেশে খেলার সুযোগ ছিল তার। তবে ১৪ বছর বয়সী রোনালদো পুত্র পিতৃভূমির হয়েই গড়তে যাচ্ছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার। প্রথমবারের মতো তাকে দলে ডেকেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল।
ক্রিস্টিয়ানো দস সান্তোস যিনি ক্রিস্টিয়ানো জুনিয়র নামেই পরিচিত বর্তমানে খেলছে সৌদি ক্লাব আল নাসরের বয়সের ভিত্তিক দলে। এর আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছিল রোনালদোপুত্র।
পর্তুগালের বয়সভিত্তিক দলের ক্রিস্টিয়ানো জুনিয়র খেলবে ভ্লাটকো মারকোভিচ টুর্নামেন্টে। ক্রোয়েশিয়ায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত। যেখানে পর্তুগালের যুব দল খেলবে জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের বিপক্ষে।
সাম্প্রতিক সময়ে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। কদিন আগে গোল করে বাবার মতো ‘সিউ’ উদ্যাপন করে হয়েছিলেন সংবাদের শিরোনামও।
আল নাসরের যুব দলে করা পারফরম্যান্সই হয়তো পর্তুগালের বয়সভিত্তিক দলে সুযোগ করে দিয়েছে তাকে। এখন বাবার পথ ধরে দারুণ কিছু করে পর্তুগাল জাতীয় দলে ক্রিস্টিয়ানো জুনিয়র সুযোগ করে নিতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ ত ত ক দল পর ত গ ল র
এছাড়াও পড়ুন:
প্রথমবার পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো জুনিয়র
ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র প্রথমবার পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেয়েছে। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে ক্রিস্টিয়ানো জুনিয়রের। তার আগে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে সে।
ক্রিস্টিয়ানো জুনিয়র রিয়াল মাদ্রিদের একাডেমিতে খেলেছে। তবে সিআরসেভেন জুভেন্টাসে যাওয়ার পর আলোয় আসে জুনিয়র। সেখানে বয়সভিত্তিক দলে আলো কাড়ে সে। এরপর ম্যানচেস্টার ঘুরে রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন।
ক্রিস্টিয়ানো জুনিয়রও আছে আল নাসরের একাডেমিতে। সেখানে প্রতিভার স্বাক্ষর রাখায় তাকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটি বিষয় মোটামুটি নিশ্চিত হলো, কখনো শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করলে পর্তুগালের হয়ে খেলবে সে।
ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের পাঁচ দেশের হয়ে ফুটবল খেলার যোগ্যতা আছে। সে চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের হয়ে খেলতে পারবে। রোনালদোর ছেলে হলেও জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিস্টিয়ানো জুনিয়র। যে কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না সে।
ছেলের প্রথমবার পর্তুগাল দলে ডাক পাওয়ায় বেজায় খুশি ৪০ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা যাওয়া রোনালদো। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।’ এর আগে রোনালদো তার ছেলের সঙ্গে সুযোগ হলে খেলতে চান বলে উল্লেখ করেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করবো। আমি এই স্বপ্নে ঘুম নষ্ট করছি না, তবে এটা হলে ভালোই লাগবে। সবকিছু নির্ভর জুনিয়র কেমন খেলছে তার ওপর।’