পুরোনো অ্যালবামের সাদাকালো ছবি রঙিন করতে এখন আর আলাদা কোনো সফটওয়্যার বা পেশাদার গ্রাফিকস ডিজাইনারের শরণাপন্ন হতে হবে না। চ্যাটজিপিটির ইমেজ প্রক্রিয়াকরণের সুবিধা ব্যবহার করে চাইলেই পুরোনো যেকোনো সাদাকালো ছবি রঙিন ছবিতে রূপান্তর করা সম্ভব। চ্যাটজিপিটির মাধ্যমে সাদাকালো ছবিকে রঙিন করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

চ্যাটজিপিটির মাধ্যমে সাদাকালো ছবিকে রঙিন করার জন্য প্রথমে চ্যাটজিপিটির চ্যাট উইন্ডোতে থাকা ছবির আইকনে ক্লিক করে নির্দিষ্ট সাদাকালো ছবি আপলোড করতে হবে। এরপর চ্যাটজিপিটির ইমেজ টুলের মাধ্যমে ছবি বিশ্লেষণ করার পর রং যোগ করার জন্য এআই মডেলটিকে বিস্তারিত নির্দেশনা দিতে হবে।

বিস্তারিত নির্দেশনা দেওয়ার জন্য ছবি আপলোড করার পর ‘প্রম্পট’-এ ছবির সময়কাল, পটভূমি, ছবি তোলার পরিবেশ, ছবিতে থাকা ব্যক্তির পোশাক, চোখের রং বা আবহ স্পষ্ট করে লিখতে হবে। প্রম্পটে যত বিস্তারিত তথ্য দেওয়া হবে, ছবিতে রং যোগ করার কাজ ততই নিখুঁত ও বাস্তবধর্মী হবে। প্রম্পট দেওয়ার কিছু সময় পর ছবিটি প্রক্রিয়াকরণ করে রঙিন করে উপস্থাপন করবে চ্যাটজিপিটি। এরপর ডাউনলোড করে ছবিটি ব্যবহার করা যাবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নড়াইলে তিন বছরের শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

নড়াইলের লোহাগড়ায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া জোবাইদা বেগম (২৫) উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে সজীব কাজীর সঙ্গে তার প্রথম স্ত্রী রুপা বেগমের বিচ্ছেদ হয়। এরপর সজীবের দুই সন্তান পাঁচ বছর বয়সী ছেলে ইয়াসিন কাজী ও তিন বছর বয়সী মেয়ে নুসরাত জাহান রোজা দাদার (আবুল খায়ের) সঙ্গে বসবাস শুরু করে। পরবর্তীতে সন্তানদের কথা চিন্তা করে সজীব কাজী দ্বিতীয় বিয়ে করেন জোবাইদা বেগমকে।

আরো পড়ুন:

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি

দাফনের আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে রোজাকে তার ভাই ইয়াসিন কাজী মারধর করলে সে কান্না শুরু করে। এরপর সৎ মা জোবাইদা বেগম তাকে ঘরের একটি কক্ষে নিয়ে যান। সে কান্না থামাচ্ছিল না দেখে জোবাইদা তার মুখ চেপে ধরেন, এতে শ্বাসরোধে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রোজার দাদা আবুল খায়ের জোবাইদা বেগমকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • হুমা কুরেশির ভাই খুন
  • ফ্রিজের বরফ দূর করার ৭টি সহজ উপায়
  • প্রথমে প্রবাসীদের তথ্য সংগ্রহ, এরপর অনুসরণ করে ডাকাতি
  • এনবিআরের আন্দোলনে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি জানতে চেয়েছে সরকার
  • এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, থাকবেন মুশফিকুর-মাহমুদউল্লা
  • ‘তুমি কাজ করবে নাকি?’, একটা প্রশ্ন বদলে দিল জীবনের গল্প
  • কান দিয়ে পানি পড়লে কী সার্জারির দরকার আছে?
  • জন্মের পর হাসপাতালে নবজাতককে রেখে পালিয়ে যান দম্পতি, অতঃপর
  • নষ্ট করতে বলার পরও মোবাইল ফোন রেখে দিয়েছিলেন প্রেমিক, সেই ভুলে ফাঁস স্বামী খুনের রহস্য
  • নড়াইলে তিন বছরের শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন