চুয়াডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর ভুট্টাখেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
Published: 13th, May 2025 GMT
চুয়াডাঙ্গা সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আলমগীর হোসেন (৩৭) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আদমকুড়ি মাঠের একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলমগীর হোসেন ওই ইউনিয়নের কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা শামসুল মণ্ডলের ছেলে। পেশায় দিনমজুর আলমগীর পাশের সরোজগঞ্জ বাজারে শ্রমিকের কাজ করতেন।
আলমগীরের স্ত্রী জোছনা খাতুন বলেন, গত রোববার দুপুরে জ্বালানি কাঠ কুড়াতে মাঠে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তাঁর স্বামী। তিনি একবার ভুট্টার খড়ি কুড়িয়ে বাড়িতে রেখে আবার মাঠে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর তাঁর মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এরপর স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে একই গ্রামের বাসিন্দা আবদুল হান্নান ওই ভুট্টাখেতে কাজ করতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে নিহত ব্যক্তির স্ত্রী গিয়ে লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ, সিআইডি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং আলামত সংগ্রহ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড তাপপ্রবাহে স্ট্রোক করে তাঁর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আলমগ র
এছাড়াও পড়ুন:
বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম। শুনানি শেষে আদালত লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুনরাজশাহীতে বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: ময়নাতদন্ত শেষে চিকিৎসক১৪ নভেম্বর ২০২৫গাজিউর রহমান বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লিমন মিয়াকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেয়। এরপর তাঁকে আদালতে হাজির করা হয়। পরে বেলা ২টার দিকে তাঁকে আদালতে তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে তাঁকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ওই ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ বলছে, গত বৃহস্পতিবার রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় ওই বিচারকের বাসায় যান গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। লিমনের ছুরিকাঘাতে ওই বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও (৪৪) আহত হন। এসব ঘটনার সময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে লিমনও আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গতকাল শুক্রবার লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান। আসামি এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনরাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত১৩ নভেম্বর ২০২৫