চুয়াডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর ভুট্টাখেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
Published: 13th, May 2025 GMT
চুয়াডাঙ্গা সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আলমগীর হোসেন (৩৭) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আদমকুড়ি মাঠের একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলমগীর হোসেন ওই ইউনিয়নের কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা শামসুল মণ্ডলের ছেলে। পেশায় দিনমজুর আলমগীর পাশের সরোজগঞ্জ বাজারে শ্রমিকের কাজ করতেন।
আলমগীরের স্ত্রী জোছনা খাতুন বলেন, গত রোববার দুপুরে জ্বালানি কাঠ কুড়াতে মাঠে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তাঁর স্বামী। তিনি একবার ভুট্টার খড়ি কুড়িয়ে বাড়িতে রেখে আবার মাঠে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর তাঁর মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এরপর স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে একই গ্রামের বাসিন্দা আবদুল হান্নান ওই ভুট্টাখেতে কাজ করতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে নিহত ব্যক্তির স্ত্রী গিয়ে লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ, সিআইডি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং আলামত সংগ্রহ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড তাপপ্রবাহে স্ট্রোক করে তাঁর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আলমগ র
এছাড়াও পড়ুন:
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ অন্তত ১৬টি দল
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই–বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্তত ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। দ্রুত এসব দলের কার্যক্রম মাঠপর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে ইসি সূত্রে জানা গেছে। এরপর নিবন্ধনের জন্য ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ইসি সূত্র জানিয়েছে, কমিশন এনসিপিসহ অন্তত ১৬টি দলের তালিকা করেছে মাঠপর্যায়ে যাচাই বা তদন্তের জন্য। এ সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি দল ইসিতে নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন করেছিল। তখন প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। এরপর সবগুলো দলকে প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেয় ইসি। ৩ আগস্ট শেষ সময় পর্যন্ত এনসিপিসহ ৮০টি রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত পূরণের তথ্য ইসিতে জমা দেয়। এরপর যাচাইয়ে অন্তত ১৬টি দল প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়।
আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেতে চাইলে দলটির কেন্দ্রীয় কমিটি, দেশের এক–তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এ ছাড়া কোনো দলের কেউ অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। প্রধান এ শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয় দলগুলোকে।
নিবন্ধনপ্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর প্রাথমিক বাছাই করে কমিশন। এরপর সেই দলগুলোর তথ্যাবলি মাঠপর্যায়ে সরেজমিন তদন্ত শেষে কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশন যদি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন কারও দাবি বা আপত্তি আছে কি না, সে জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধন ছাড়া কোনো দলের পক্ষে নিজ প্রতীকে ভোটে প্রার্থী দেওয়ার সুযোগ থাকে না।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে এই নিবন্ধন প্রথা চালু করে ইসি। দেশে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ)।