নারায়ণগঞ্জ ক্লাবে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা, আসামি ১৯৬ (তালিকা)
Published: 16th, May 2025 GMT
গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকোরের পতনের আগেরদিন ৪ আগস্ট রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। ১৩ মে রাতে ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন:
১। একেএম সেলিম ওসমান (৭০), পিতা- মৃত একেএম সামসুজ্জোহা, সাং- হীরা মহল, রামবাবুর পুকুরপাড়, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
২। একেএম শামিম ওসমান (৬৪), পিতা- মৃত একেএম সামসুজ্জোহা, সাং- হীরা মহল, রামবাবুর পুকুরপাড়, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৩। তানভীর আহমেদ টিটু (৫১), পিতা- সাইফুদিন আহমেদ, সাং- ১ নিউ চাষাঢ়া, হাজী হায়দার আলী রোড, জামতলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪। খবির আহমেদ (৭৮), পিতা- মৃত ইয়াকুব আলী, সাং-৯৬, ২নং বাবুরাইল, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৫। আসিফ হাসান মাহমুদ মানু (৫৪), পিতা- মৃত আসফাক হাসান মাহমুদ, সাং- ৪২ উত্তর চাষাঢ়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৬। শাহ্ নিজাম (৫৬), পিতা- মৃত নুর উদ্দিন সরকার, সাং-উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৭। ফয়েজউদ্দিন আহমেদ লাভলু (৬৫), পিতা- মৃত মহিউদ্দিন আহমেদ খোকা, সাং- মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৮। মোঃ আরমান হোসেন জুয়েল (৬২), পিতা- মৃত আসাদ আলী, সাং- ১২/৫, দাঙ্গা হাঙ্গামা করিয়া ভূইয়ার বাগ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৯। লিয়াকত হোসেন খোকা (৬২), পিতা- মৃত আইউব আলী, সাং- ৫৮ কেবি সাহা , আমলাপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
১০। আজমেরী ওসমান (৪৯), পিতা- মৃত একেএম নাসিম ওসমান, সাং- হীরা মহল, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
১১। জাকিরুল আলম হেলাল (৫৮), পিতা- মৃত আব্দুল আওয়াল চুরি করে করার ভূঁইয়া, সর্ব সাং- ৬৯/২, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
১২। মোঃ শাহদাৎ হোসেন ভূঁইয়া সাজনু (৫৫), পিতা- মৃত জালাসউদ্দিন আহমেদ (৭২), পিতা- মৃত সোহার উদ্দিন (সোনামিয়া), সাং- কলাবাগ, সিদ্ধিরগঞ্জ বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ,
১৩। চন্দন শীল (৬৩), পিতা-রাজন্দ্র নারায়ণ শীল, সাং-২৫ নতুন চাষাড়া (হামিদ ভিলা), নারায়ণগঞ্জ।
১৪। জালাল উদ্দিন আহমেদ (৭২), পিতা-সোহার উদ্দিন (সোনামিয়া), কলাবাগ, সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
১৫। খোকন সাহা (৫৭), পিতা- মৃত দীজেন্দ্র সাহা, সাং- ডিএন রোড, গোয়ালপাড়া, থানা ও জেলা নারায়ণগঞ্জ,
১৬। মোঃ হাসান ফেরদৌস জুয়েল (৫৬), পিতা- মৃত ফোরকান মোল্লা, সাং- ২৩ আল্লামা ইকবাল রোড (রাজ্জাক টাওয়ার), নারায়ণগঞ্জ,
১৭। লিটন সাহা (৫৫), পিতা- মৃত হরিপদ সাহা, সাং- ১৪ এস এম মালেহ রোড, টানবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
১৮। বিপ্লব সাহা রামু (৪৮), পিতা- মৃত হরিপদ সাহা, সাং- ১৪ এস এম মালেহ রোড, টানবাজার, থানা ও জেলা নারায়ণগঞ্জ,
১৯। এস এম রানা (৪৬), পিতা- কমল সরদার, সাং- ৩২ সুলতান গিয়াসউদ্দিন রোড, শীতলক্ষা, থানা ও জেলা-নারায়ণগঞ্জ,
২০। ইমতিনান ওসমান অয়ন (৩৭), পিতা- একেএম শামিম ওসমান, সাং-হীরা মহল, উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
২১। মোঃ সানাউল্লাহ (৬৩) পিতা- মৃত সফি উল্লাহ, সাং-৪৪/৯ উত্তর চাষাঢ়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
২২। এ এম মোস্তফা কামাল (৬৫), পিতা- মৃত আলহাজ্ব এএম আব্দুল হামিদ, সাং-৪৬/৭ নিউ চাষাঢ়া, জামতলা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
২৩। কামরুল হাসান মুন্না (৫২), পিতা- আমির হোসেন, সাং- ১১৭নলুয়া পাড়া, শীতলক্ষা, থানা ও জেলা-নারায়ণগঞ্জ,
২৪। এম মাসুদ-উর-রউফ (৬৯), পিতা- মৃত এম এ রহমান, সাং-৮ আলম খান লেন, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
২৫। মিজানুর রহমান মিজান (৬১), পিতা-আলহাজ্ব সাহাবুদ্দিন মিয়া, সাং- ৫৫/১-এ এস এম মালেহ রোড (ফারজানা টাওয়ার), টানবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
২৬। শংকর কুমার রায় (৬১), পিতা- শীতল রায়, সাং- ২০৭/৩ বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
২৭। ফাইজুল ইসলাম (৫৫), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং-কাইমপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
২৮। মোহাম্মদ মহসিন মিয়া (৫২), পিতা- মহিন মিস্ত্রি, সাং-সুচিয়ারবন্ধ, পোঃ- মদনগঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,
২৯। মীর সোহেল (৫৫), পিতা- মৃত মীর মোজাম্মেল আলী, সাং- লালপুর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৩০। এস এম ওয়াজেদ আলী খোকন (৬২), পিতা- মৃত সাদাত আলী মিয়া, সাং- ৩৫ কলেজ রোড (চাষাঢ়া বালুর মাঠ), নারায়ণগঞ্জ,
৩১। আবু হাসনাত শহীদ বাদল (৬৪), পিতা-মোঃ কেরামত আলী, সাং- ১০/১, আল্লামা ইকবাল রোড, নারায়ণগঞ্জ,
৩২। জসিমউদ্দিন (৫৬), পিতা- মৃত মোঃ নুরুদ্দিন, সাং-সর্দারপাড়া, খানপুর, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৩৩। আলহাজ্ব মোঃ আবুল হোসেন (৬৬), পিতা-মৃত কালু মিয়া, সাং- ৪০৫ পশ্চিম মাসদাইর, রিফাত রিজেনসি (জাপানী বাড়ি), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৩৪। মোঃ জাহাঙ্গীর আলম (৫৮), পিতা- হাজী মোঃ রহমত উল্লাহ, সাং- শুভকরদি, কলাগাছিয়া, পোঃ মদনগঞ্জ, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,
৩৫। মোঃ আদনান কবির (৩৮), পিতা- কবিরুল ইসলাম, সাং- ৬/২ নিউ জামতলা, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৩৬। কবির হোসেন (৫৫), পিতা- মৃত আমানউল্লাহ, সাং- তুলারাম মোড়, শীতলক্ষা, তামাকপটি, থানা ও জেলা-নারায়ণগঞ্জ,
৩৭। মোঃ আঃ করিম বাবু ওরফে ডিশ বাবু (৫৩), পিতা- মৃত মোঃ আব্দুল গফুর, সাং- আমিনা মঞ্জিল, পাইকপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৩৮। মোঃ রিয়ন (২৮), পিতা- মোঃ আঃ করিম বাবু, সাং- আমিনা মঞ্জিল, পাইকপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৩৯। মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি (৩৭), পিতা-ফয়েজউদ্দিন আহমেদ লাভলু (৬৫), সাং- মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ,
৪০। আব্দুল জাব্বার (৫৭), পিতা- মৃত মোঃ খলিল দালাল, সাং- কালীন্দিপাড়া, পোঃ রিকাবীবাজার, থানা ও জেলা-মুন্সীগঞ্জ,
৪১। মইনুল হাসান বাপ্পি (৫১), পিতা- মৃত এম এ মালেক, সাং-নতুন-১৫/১, পুরাতন ২৩ নিউ চাষাঢ়া, জামতলা, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪২। এহসানুল হক নিপু (৪৮), পিতা- মৃত একলাছ উদ্দিন আহমেদ, সাং- ১৩/১ শের এ বাংলা সড়ক, মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪৩। অনুপ কুমার সাহা (৬২), পিতা- রবি সাহা, সাং- উত্তর চাষানে, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪৪। আব্দুল কাদির (৬৬), সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ, সাং- সন্তাপুর (ডাক্তার বাড়ী), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৪৫। দেবদাস সাহা (৬৩), পিতা- মৃত রাখাল চন্দ্র সাহা, সাং- ৩৭ এস এম মালেহ্ রোড, টানবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জ,
৪৬। সোহাগ রনি (৪০), পিতা- শাহ জামাল তোতা, সাং- ১/১ শের এ বাংলা রোড (এন এস টাওয়ার), মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ম ওসম ন ম ত এক উল ল হ জ মতল
এছাড়াও পড়ুন:
চাঁদাবাজির মামলায় রিয়াদ চৌধুরী কারাগারে
ফতুল্লা থানা বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় চাঁদাবাজির মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ।
এসময় তার আইনজীবী জামিন প্রার্থনা করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে সকালে থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম রিয়াদ চৌধুরীকে তাদের হেফাজতে নিয়ে আসে। এবং ফতুল্লা মডেল থানার এস আই শামীম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। ওই মামলায় তাকে আদালতে পাঠায় পুলিশ।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে।
ওদিকে ফতুল্লার আজাদ ডাইংয়ের মালিক আজাদকে হুমকি দিয়ে তার প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় আজাদ ডাইংয়ের মালিককে পুলিশ মামলা করতে বললে তিনি রাজি হননি। তিনি বলেন, বিষয়টি পারিবারিক। এটা সমাধান হয়ে গেছে। এডিটিং করে অডিওটি করা হয়েছে। রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে তার কোন অভিযোগ নাই।
এক পর্যায়ে পুলিশ বাদী হয়ে ওই ঘটনায় রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় রিয়াদ চৌধুরীকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। চাঁদার দাবিতে এক পোশাক কারখানার ব্যবসায়ীকে মুঠোফোনে কল করে কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকির কথোপকথনের একটি অডিও প্রকাশ পেয়েছে তাঁর। ওই কারণে তাঁকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।