নাটোর-রাজশাহী মহাসড়কে নাটরের চাঁদপুর এলাকায় পুলিশ পরিচয়ে দুই পান চাষির বুকে পিস্তল ঠেকিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পান চাষিরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)। 

পান চাষি আবুল হোসেন জানান, শনিবার সকালে পুঠিয়া থেকে দত্তপাড়া মোকামে পান নিয়ে যান তারা। তারা এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। বাড়ি ফেরার পথে নাটোরের চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দু’জন এসে তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ পরিচয়ে তাদের বুকে পিস্তল ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে কেড়ে নেয়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় পাশে বসা আরেক ব্যবসায়ী বেল্লাল এক দুর্বৃত্তের ছবি তুলে রাখেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে কেউ এখনও থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ নত ই

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ