যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে আগুনে পুড়িয়ে দেওয়া ২০টি বাড়ির বাসিন্দাদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব পরিবারগুলোর হাতে সহায়তা ‍তুলে দেন।

আরো পড়ুন: অভয়নগরে আগুনে পোড়া বাড়িগুলো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আরো পড়ুন:

বাড্ডায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

আওয়ামী দোসরদের বাদ দিয়ে বিএনপির কমিটি করার দাবি

সোমবার (২৬ মে) সকালে টি এস আইয়ুব যশোরের বাঘারপাড়া ও অভয়নগর বিএনপির নেতাদের নিয়ে ডহর মশিয়াহাটী গ্রামে যান। 

টি এস আইয়ুব বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের সহযোগিতা করতে এসেছি।” এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ দুই হাজার টাকা, ১ বস্তা চাল ও ২-৩ কেজি ডাল বিতরণ করেন। একই সঙ্গে বিএনপি নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

আরো পড়ুন: অভয়নগরে কৃষক দল নেতাকে হত্যার পর ২০ বাড়িতে আগুন  

গত ২২ মে ডহর মশিয়াহাটী গ্রামে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ওই গ্রামের অন্তত ২০টি বাড়ি লুটপাট করে জ্বালিয়ে দেয় কিছু লোক। এতে নিঃস্ব হয়ে যায় পরিবারগুলো।

রবিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে যান যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান।

সে সময় তাদের কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির নারীরা কান্নায় ভেঙে পড়েন। তারা তাদের কষ্টের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পাশে থাকার এবং সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন।

ঢাকা/রিটন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

অভয়নগরে নারী মাদক কারবারি আটক

যশোরের অভয়নগরে ২২ বোতল ফেনসিডিলসহ তরি বেগম ওরফে নাজমা (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। 

আরো পড়ুন:

পঞ্চগড়ে পিস্তল ও গুলি উদ্ধার

মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম রবিউল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিভাগদী গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তরি বেগম ওরফে নাজমাকে ২২ বোতল ফেনসিডিলসহ তার বসতঘর থেকে আটক করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন অভয়নগর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার তাইজুল ইসলাম।

অভয়নগর থানার ওসি এম রবিউল ইসলাম বলেন, “আটক নাজমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন।” 

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • অভয়নগরে নারী মাদক কারবারি আটক