নীতিমালা না মানলে নির্দিষ্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্লক করে দেয় ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। এর ফলে ব্লক করা অ্যাকাউন্ট থেকে কেউ চাইলেই কোনো বার্তা আদান–প্রদান করা যায় না। এমনকি সেই অ্যাকাউন্ট থেকে কোনো পোস্টও দেওয়া যায় না। তবে এক্সের নতুন এক সিদ্ধান্তের কারণে অ্যাকাউন্ট ব্লক না হলেও লকের ঝুঁকিতে পড়েছেন ব্যবহারকারীরা।

এক্স জানিয়েছে, শিগগিরই পুরোনো টুইটার ডটকম ডোমেইন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এ কারণে যেসব ব্যবহারকারী হার্ডওয়্যার সিকিউরিটি–কি বা পাসকি ব্যবহার করে টু-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় রেখেছেন, তাদের ১০ নভেম্বরের মধ্যে অবশ্যই পুনরায় সেটআপ সম্পন্ন করতে হবে। না হলে তাদের অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে। অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় আছে কি না, তা দেখতে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাকসেস অপশনে যেতে হবে। এরপর সিকিউরিটিতে গিয়ে টু-ফ্যাক্টর অথেনটিকেশন মেনু নির্বাচন করতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় সেটআপ সম্পন্ন না করলে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। অ্যাকাউন্ট সচল করতে হলে সিকিউরিটি-কি নতুন করে যুক্ত করতে হবে। চাইলে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমেও লগইন করা যাবে। অ্যাকাউন্টের সুরক্ষার সব সময়ই টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখার পরামর্শ দিয়ে থাকে এক্স।

এক্স জানিয়েছে, এ পরিবর্তনের সঙ্গে কোনো নিরাপত্তাঝুঁকির সম্পর্ক নেই। আপাতত এটি শুধু ইউবিকি ও পাসকি ব্যবহারকারীদের প্রভাবিত করবে। অথেনটিকেটর অ্যাপ, এসএমএস বা অন্য টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহারকারীদের কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে না। টুইটারের নাম বাদ দেওয়ার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সূত্র: ম্যাশেবল
https://mashable.

com/article/x-retire-twitter-lock-old-accounts

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ক উন ট স ক উর ট ব যবহ র

এছাড়াও পড়ুন:

আমার যদি কিছু হয়, তার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার নেবে, প্রশ্ন শ্রীলেখার

নিরাপত্তাহীনতায় ভুগছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কালীপূজার আগের দিন আবাসিক এলাকায় অবৈধ বাজি বিক্রি বন্ধ করার পর এ অভিনেত্রীর আবাসনের ফেসিলিটি ম্যানেজার তাকে একাধিকবার হুমকি দিয়েছেন। 

ঝামেলার শুরু ১৯ অক্টোবর থেকে। কালীপূজার আগের দিন বহুতল আবাসনের নির্দিষ্ট একটি জায়গায় বাজি বিক্রি করতে দেখেন শ্রীলেখা মিত্র। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান তিনি। পুলিশেও খবর দেন। অভিযোগ পেয়ে আবাসনে পুলিশ এসেছিল। তারপর থেকেই যত সমস্যার সূত্রপাত। নিজের ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের জন্য ধার্য খরচ দেওয়ার পরও তাকে কোনো ধরনের নিরাপত্তা, সুযোগসুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শ্রীলেখার। 

আরো পড়ুন:

আমি অর্ধেক মরে বেঁচে আছি: শ্রীলেখা

ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শ্রীলেখা

আবাসিক ভবনটির প্রতিটি ফ্ল্যাট থেকে প্রতিদিন সকালে আবর্জনা নিয়ে যান সংশ্লিষ্ট পৌরকর্মী। কিন্তু বেশ কিছু দিন ধরে শ্রীলেখার ফ্ল্যাটের আবর্জনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। শ্রীলেখা বলেন—“আমি বাজি বিক্রি বন্ধ করেছিলাম বলেই আজকের এই পরিস্থিতি।”  

এ পরিস্থিতিতে শ্রীলেখা তার ফ্ল্যাটের সামনে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেন। তাতেও বাধা দেন ফেসিলিটি ম্যানেজার। সেই মুহূর্তের একটি ভিডিও শ্রীলেখা তার ফেসবুকে পোস্ট করেছেন, সেখানে অভিনেত্রীর অভিযোগের সত্যতা পাওয়া যায়। শ্রীলেখা বলেন, “আমার ফ্ল্যাটের সামনে সিসিটিভি লাগিয়েছি। কিন্তু কোনোভাবেই এটা লাগাতে দেবে না। যেসব লোক আমার সিসিটিভি লাগিয়েছে, তাদেরও হুমকি দিয়েছে। তারা কীভাবে ভবন থেকে বের হয়ে যায়, সেটা দেখে নেওয়ার হুমকি দেন।”  

খানিকটা ব্যাখ্যা করে শ্রীলেখা মিত্র বলেন, “সিসিটিভি লাগানোর কারণে আবাসনের ফেসিলিটি ম্যানেজার বলেছেন, ‘আমাকে আর কোনো নিরাপত্তা দেওয়া হবে না।’ বাজি বিক্রি নিয়ে প্রতিবাদ করায় সেদিনও তিনি হুমকি দিয়েছিলেন। কোথা থেকে এত সাহস পান উনি? আমার সব জানা আছে।” 

প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রীলেখা মিত্র বলেন, “অন্যায় দেখার পরও যদি চোখ বন্ধ করে থাকতাম, শাসক দলের লাইনে থাকতাম তাহলে এত এত সমস্যার মুখোমুখি আমাকে হতে হতো না। অন্যায় দেখলে কথা বলার বদভ্যাস আছে, তারই ভুক্তভোগী আমি। হুমকি, এই অসভ্য আচরণ প্রত্যেক দিন চলছে, এরপর যদি আমার কিছু হয়, তাহলে তার দায়িত্ব কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার নেবে কি? আমি তো আমার নিজের নিরাপত্তাটা দেখব!”      

আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে শ্রীলেখা মিত্র বলেন, “আমি পুলিশ, করপোরেশনসহ নানা জায়গায় জানিয়েছি। আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছি। আমি শিল্পী মানুষ, এ রকম অশান্তি করার কোনো ইচ্ছা নেই। এর ফলে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। একজন মহিলা একা থাকে বলে হেনস্তা করা সহজ, তাই না!”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ