দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে মোরশেদুল আলম চাকলাদারকে বাংলাদেশে ইসোয়াতিনির (সাবেক সোয়াজিল্যান্ড) অনারারি কনসাল হিসেবে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয়েছে। ১৯ অক্টোবর রাজা মসোয়াতি তৃতীয়ের কর্তৃত্বে ইসোয়াতিনির রাজকীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ প্রদান করে।

বাংলাদেশ সরকার অফিশিয়াল এক্সিকিউটর জারি করে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেছে এবং মোরশেদুল আলম চাকলাদারকে বাংলাদেশের মধ্যে ইসোয়াতিনির স্বার্থের প্রতিনিধিত্ব করার এবং কনস্যুলার দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে। এ ক্ষেত্রে মূল দায়িত্বের মধ্যে থাকবে বাণিজ্য মিশনগুলোকে সহজতর করা, পর্যটন প্রচার করা, বাংলাদেশে ইসোয়াতিনির নাগরিকদের সহায়তা করা এবং মানুষের যোগাযোগ বৃদ্ধি করা।

ইসোয়াতিনি দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। ইসোয়াতিনি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, কয়লা ও সোনার খনি, শিক্ষা এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এটি দক্ষিণ আফ্রিকান উন্নয়ন সম্প্রদায় এবং আফ্রিকান ইউনিয়নের সদস্য। দেশের অর্থনীতি কৃষি, উৎপাদন এবং ক্রমবর্ধমান পরিষেবা খাত দ্বারা চালিত।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আকিজ ভেঞ্চারের হাত ধরে দেশে স্প্যানিশ ব্র্যান্ড সিমনের যাত্রা শুরু

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্পেনের অন্যতম বৈশ্বিক ব্র্যান্ড সিমন। ১০০ বছরের বেশি সময় ধরে বিশ্বের নানা দেশে সুইচ, সকেট, লাইটিং ও স্মার্ট হোম সলিউশন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সিমন। স্প্যানিশ ব্র্যান্ডটিকে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিকস অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেড।

সিমন ব্র্যান্ডের যাত্রা শুরু উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিমনের প্রিমিয়াম সুইচ, সকেট ও স্মার্ট হোম সলিউশন সিরিজের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন এবং সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর কিম, সিমন এপ্যাকের বিজনেস ডিরেক্টর ডেরেক দাইসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সিমন ব্র্যান্ড ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে বিশ্বের ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। এবার আকিজ ভেঞ্চার গ্রুপের সঙ্গে অংশীদারির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশেও নিয়ে এল নান্দনিক নকশা, আধুনিক প্রযুক্তি ও স্মার্ট লাইফস্টাইলের নতুন অভিজ্ঞতা।

এ উপলক্ষে আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলার পদ্মা হলে অনুষ্ঠিত হবে ‘আকিজ ইলেকট্রিক্যালস সেফটি অ্যান্ড ইনোভেশন ফেস্ট’, যা সবার জন্য উন্মুক্ত। এতে প্রদর্শিত হবে স্মার্ট হোম সিস্টেম, লাইটিং, সুইচ-সকেট, হোম অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন ধরনের গ্যাজেট পণ্য।

অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে সিমনের ১০৯ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবন এখন বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, এটি দেশের ভোক্তাদের জন্য নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম ইলেকট্রিক্যাল সলিউশন নিশ্চিত করবে। ইউরোপীয় স্মার্ট প্রযুক্তি ও সর্বোচ্চ নিরাপদ মানের মাধ্যমে আমরা দেশের ইলেকট্রিক্যাল শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করব। আর এসব পণ্যের দাম সবার সাধ্যের মধ্যে থাকবে। মান নিয়ে আপস করায় দুর্ঘটনা ঘটে। তাই আমরা মানসম্মত পণ্য নিয়ে এসেছি।’

আকিজ ভেঞ্চার গ্রুপ জানায়, চীনের উৎপাদন কেন্দ্র থেকে সিমনের পণ্যগুলো বাংলাদেশে আসবে। এশিয়ার দেশগুলোতে চীন থেকেই পণ্য সরবরাহ করে সিমন।

সম্পর্কিত নিবন্ধ