চলচ্চিত্রে অবদান রাখার জন্য ‘সমীকরণ গোল্ডেন অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেলেন পরিচালক এইচ আর হাবিব। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সমীকরণ সাংস্কৃতিক সংগঠন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে এইচ আর হাবিব বলেন, “কাজে অবদানের সকল স্বীকৃতি কর্মক্ষেত্রে কর্মীকে উদ্দীপ্ত করে। আমি একজন চলচ্চিত্রকর্মী কাজ করে যাওয়াটাই আমার লক্ষ্য। কাজের ক্ষেত্রে দায়িত্ব আরো বেড়ে গেল।”

আরো পড়ুন:

‘শিরদাঁড়া শক্ত করে বেঁচে থাকা, সাহস, শক্তি সবকিছুই ছিলেন আমার মা’

৯ দিনে রাশমিকার সিনেমার আয় কত?

কিশোর বয়স থেকেই সাংস্কৃতিক বলয়ে যাত্রা এইচ আর হাবিবের। থিয়েটার থেকে টেলিভিশন নাটক হয়ে পা রাখেন চলচ্চিত্রে। তার নির্মিত জনপ্রিয় টিভি নাটকগুলো হলো—‘অনন্দযাত্রা’, ‘মনপবন’, ‘নিশিপুকুর’। চলচ্চিত্রে তিনি ভিন্নরীতির গল্প নিয়ে তৈরি করেন ‘রুপগাওয়াল’, ‘ছিটমহল’ সিনেমা। 

রাজনৈতিক গোলোযোগে মুক্তি পাওয়া ‘রুপগাওয়াল’ সিনেমা খুব বেশি সুবিধা করতে না পারলেও গল্প প্রশংসিত হয়েছে। এরপর এইচ আর হাবিব নির্মাণ করেন ‘ছিটমহল’ সিনেমা। দেশে-বিদেশে সিনেমাটি বেশ প্রসংশিত হয়েছে। বর্তমানে তার নির্মাণাধীন সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘জলকিরণ’; যা আগামী বছর মুক্তি পাবে।

সাংস্কৃতিকসহ কয়েকটি বিষয়ে অবদান রাখার জন্য এই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডা.

রাজিউন সালমা লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আনিসুজ্জামান (উপাচার্য, গ্লোবাল ইউনিভার্সিটি)।  

সমীকরণের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “আমরা প্রতিবারের ন্যয় সমাজে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পদক দিয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখব।” 

অনুষ্ঠানের শেষ পর্বে সমীকরণ সাংস্কৃতিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির নাম প্রকাশ হয়।  

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. চার্লস ডেভিড, সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান, এস এম আমানউল্লাহ, কাজী শুভ্র প্রমুখ। 

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র এইচ আর হ ব ব প রস ক র প চলচ চ ত র অন ষ ঠ ন অবদ ন র

এছাড়াও পড়ুন:

পুরস্কার পেলেন পরিচালক এইচ আর হাবিব

চলচ্চিত্রে অবদান রাখার জন্য ‘সমীকরণ গোল্ডেন অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেলেন পরিচালক এইচ আর হাবিব। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সমীকরণ সাংস্কৃতিক সংগঠন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে এইচ আর হাবিব বলেন, “কাজে অবদানের সকল স্বীকৃতি কর্মক্ষেত্রে কর্মীকে উদ্দীপ্ত করে। আমি একজন চলচ্চিত্রকর্মী কাজ করে যাওয়াটাই আমার লক্ষ্য। কাজের ক্ষেত্রে দায়িত্ব আরো বেড়ে গেল।”

আরো পড়ুন:

‘শিরদাঁড়া শক্ত করে বেঁচে থাকা, সাহস, শক্তি সবকিছুই ছিলেন আমার মা’

৯ দিনে রাশমিকার সিনেমার আয় কত?

কিশোর বয়স থেকেই সাংস্কৃতিক বলয়ে যাত্রা এইচ আর হাবিবের। থিয়েটার থেকে টেলিভিশন নাটক হয়ে পা রাখেন চলচ্চিত্রে। তার নির্মিত জনপ্রিয় টিভি নাটকগুলো হলো—‘অনন্দযাত্রা’, ‘মনপবন’, ‘নিশিপুকুর’। চলচ্চিত্রে তিনি ভিন্নরীতির গল্প নিয়ে তৈরি করেন ‘রুপগাওয়াল’, ‘ছিটমহল’ সিনেমা। 

রাজনৈতিক গোলোযোগে মুক্তি পাওয়া ‘রুপগাওয়াল’ সিনেমা খুব বেশি সুবিধা করতে না পারলেও গল্প প্রশংসিত হয়েছে। এরপর এইচ আর হাবিব নির্মাণ করেন ‘ছিটমহল’ সিনেমা। দেশে-বিদেশে সিনেমাটি বেশ প্রসংশিত হয়েছে। বর্তমানে তার নির্মাণাধীন সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘জলকিরণ’; যা আগামী বছর মুক্তি পাবে।

সাংস্কৃতিকসহ কয়েকটি বিষয়ে অবদান রাখার জন্য এই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডা. রাজিউন সালমা লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আনিসুজ্জামান (উপাচার্য, গ্লোবাল ইউনিভার্সিটি)।  

সমীকরণের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “আমরা প্রতিবারের ন্যয় সমাজে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পদক দিয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখব।” 

অনুষ্ঠানের শেষ পর্বে সমীকরণ সাংস্কৃতিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির নাম প্রকাশ হয়।  

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. চার্লস ডেভিড, সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান, এস এম আমানউল্লাহ, কাজী শুভ্র প্রমুখ। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ