নাসিক এলাকায় কমছেনা ডেঙ্গুর প্রকোপ
Published: 30th, October 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর মেডিক্যাল অফিসার ডাঃ নাফিয়া ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৭ টি ওয়ার্ডে প্রতিদিন মশক নিধন অভিযান চলছে। দৈনিক ৩ লাখ টাকার মশার ঔষধ ছিটানো হচ্ছে। তবুও ডেঙ্গুর প্রকোপ কমছেনা।
আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রতি তিন দিন অন্তর বাড়ির চারপাশ চেক করে দেখতে হবে। ডেঙ্গুর লার্ভা তৈরী হলে তা ধ্বংস করে দিতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্র্যাক এর আয়োজনে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্প শীর্ষক এক সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ্অন্যান্য বক্তারা বলেন, বিগত ৩০ বছরে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। ফলে অনেক রোগবালাই বেড়েছে। বিশেষ করে বাহক বাহিত রোগ যেমন: ডেঙ্গু , ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ও জিকা রোগ বাড়ছে। নারায়ণগঞ্জসহ সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বেড়েছে। এ সকল রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নাসিক এর সহায়তায় ব্যাক নারায়ণগঞ্জে ইউনিয়ন পর্যায়ে ক্লিনিক ক্যাম্প পরিচালনা করে আসছে।
সভার কার্যক্রম পরিচালনা করেন ব্র্যাক এর নারায়ণগঞ্জ টিবি কন্ট্রোল প্রোগ্রাম এর ডিএম শামীম আল মামুন খান। এ সময় শিক্ষকগণ, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন এলাকার স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মন্দী ইউনিয়নে পারভীন আক্তারের গণসংযোগ
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার দিনব্যাপী গণসংযোগ করেছেন।
মঙ্গলবার দুপুরে তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের ফকিরবাড়ি, উজান গোপিন্দী মোড়, দিগলদী বাজার, বৈলারকান্দি বাজার ও সুইচগেট এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগ চলাকালে তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিএনপির পক্ষে সমর্থন চান। বিকেলে গণসংযোগটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শহীদুল্লাহ চেয়ারম্যান, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, উপজেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরীন সুলতানা মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক পেয়ারা বেগম মেম্বার, পৌর মহিলা দলের সাবেক সভানেত্রী মাসুদা বেগম, হাইজাদী ইউনিয়ন মহিলা দলের সভাপতি ফারজানা, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক আশিকুল ইসলাম আশিক ও পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি তাহের আলীসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগ শেষে পারভীন আক্তার বলেন, “আওয়ামী সরকারের অব্যবস্থাপনা ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”