আইপিএলের প্লে-অফ বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?
Published: 28th, May 2025 GMT
শেষ হয়েছে আইপিএলের লিগ পর্ব। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত প্লে-অফ। তবে বর্ষা মৌসুমের কারণে বৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে আয়োজকদের চিন্তা।
বিসিসিআই ইতিমধ্যে জানিয়েছে, ফাইনাল বাদে বাকি প্লে-অফ ম্যাচগুলোতে কোনো ‘রিজার্ভ ডে’ রাখা হয়নি। অর্থাৎ কোয়ালিফায়ার ১, এলিমিনেটর কিংবা কোয়ালিফায়ার ২ কোনোটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে এগিয়ে থাকা দলটিকেই বিজয়ী ঘোষণা করা হবে।
কীভাবে নির্ধারিত হবে জয়ী?: যদি কোয়ালিফায়ার ১-এ ম্যাচ না হয়, তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল সরাসরি ফাইনালে চলে যাবে। একইভাবে এলিমিনেটর ম্যাচ বাতিল হলে পয়েন্টে এগিয়ে থাকা দল খেলবে কোয়ালিফায়ার ২-এ। অন্য দল বিদায় নেবে। কোয়ালিফায়ার ২-এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কেবল ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে।
আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?: মুল্লানপুরে (কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর): বৃহস্পতিবার বৃষ্টির আশঙ্কা নেই। তবে শুক্রবার এলিমিনেটরের দিন ২৫% সম্ভাবনা থাকলেও ম্যাচের সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা খুব কম। আহমেদাবাদে (কোয়ালিফায়ার ২ ও ফাইনাল): আবহাওয়া অনুকূলে, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
প্লে-অফ সূচি:
কোয়ালিফায়ার ১: পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৯ মে, মুল্লানপুর
এলিমিনেটর: গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ৩০ মে, মুল্লানপুর
কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১-এর হারানো দল বনাম এলিমিনেটর জয়ী ১ জুন, আহমেদাবাদ
ফাইনাল: কোয়ালিফায়ার ১ ও ২-এর জয়ী দল, ৩ জুন, আহমেদাবাদ (রিজার্ভ ডে: ৪ জুন)
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।