আইপিএলের প্লে-অফ বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?
Published: 28th, May 2025 GMT
শেষ হয়েছে আইপিএলের লিগ পর্ব। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত প্লে-অফ। তবে বর্ষা মৌসুমের কারণে বৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে আয়োজকদের চিন্তা।
বিসিসিআই ইতিমধ্যে জানিয়েছে, ফাইনাল বাদে বাকি প্লে-অফ ম্যাচগুলোতে কোনো ‘রিজার্ভ ডে’ রাখা হয়নি। অর্থাৎ কোয়ালিফায়ার ১, এলিমিনেটর কিংবা কোয়ালিফায়ার ২ কোনোটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে এগিয়ে থাকা দলটিকেই বিজয়ী ঘোষণা করা হবে।
কীভাবে নির্ধারিত হবে জয়ী?: যদি কোয়ালিফায়ার ১-এ ম্যাচ না হয়, তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল সরাসরি ফাইনালে চলে যাবে। একইভাবে এলিমিনেটর ম্যাচ বাতিল হলে পয়েন্টে এগিয়ে থাকা দল খেলবে কোয়ালিফায়ার ২-এ। অন্য দল বিদায় নেবে। কোয়ালিফায়ার ২-এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কেবল ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে।
আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?: মুল্লানপুরে (কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর): বৃহস্পতিবার বৃষ্টির আশঙ্কা নেই। তবে শুক্রবার এলিমিনেটরের দিন ২৫% সম্ভাবনা থাকলেও ম্যাচের সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা খুব কম। আহমেদাবাদে (কোয়ালিফায়ার ২ ও ফাইনাল): আবহাওয়া অনুকূলে, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
প্লে-অফ সূচি:
কোয়ালিফায়ার ১: পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৯ মে, মুল্লানপুর
এলিমিনেটর: গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ৩০ মে, মুল্লানপুর
কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১-এর হারানো দল বনাম এলিমিনেটর জয়ী ১ জুন, আহমেদাবাদ
ফাইনাল: কোয়ালিফায়ার ১ ও ২-এর জয়ী দল, ৩ জুন, আহমেদাবাদ (রিজার্ভ ডে: ৪ জুন)
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট