এক দিন আগে ঢাকায় এসেছেন ফাহামিদুল ইসলাম। এর মধ্যে গতকাল ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা হয়েছে। সেখানে অনুমতিভাবেই আছেন এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার। এখন প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিতে মাঠে নামতে তর সইছে না ১৮ বছর বয়সী এই উইঙ্গারের।

গতরাতে টিম হোটেল থেকে এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফাহামিদুল বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। লাল-সবুজ জার্সি পরে দেশের জন্য কিছু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এমন ভালোবাসা দেখানোর জন্য সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ, এখন খেলার জন্য মুখিয়ে আছি।ফাহামিদুল ইসলাম, ফুটবলারবাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে ফাহামিদুল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ