নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচনব‍্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু করণীয় সুপারিশগুলো বাস্তবায়নের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সম্মেলনকক্ষে ওই বৈঠক হয় বলে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণপদ্ধতি নিয়ে ঐকমত্য হয়। আগামী নির্বাচনের আগে সীমানা নির্ধারণের জন্য ইসির অধীনে একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে। তাদের সুপারিশের ভিত্তিতে ইসি আসনের সীমানা পুনর্নির্ধারণ করবে। এ ছাড়া দীর্ঘ মেয়াদে সীমানা নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের বিষয়টি মঙ্গলবারের বৈঠকে ইসিকে জানানো হয়েছে। ইসির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ইসির পক্ষ থেকে ঐকমত্য কমিশনকে জানানো হয়, ইতিমধ্যে তারা সীমানা নির্ধারণে এ রকম একটি গঠন করেছে।

বৈঠকে নির্বাচন কমিশনারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আবুল ফজল মো.

সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আলোচনায় অংশ নেন।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠক সন্ধ্যায়, অংশ নেবেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠকে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা

এর আগে আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য় সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়ার সুপারিশ, তাই জুলাই সনদে স্বাক্ষর করবে না বাম জোট
  • আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি: নাহিদ ইসলাম
  • জুলাই সনদ সই হলে বাস্তবায়নের পথ কতটা মসৃণ
  • জুলাই সনদে সই করার বিষয়ে কোন রাজনৈতিক দল কী বলল
  • এনসিপি সনদে স্বাক্ষর করবে কি না, সিদ্ধান্ত এখনো বিবেচনাধীন: আখতার
  • সনদে সই করব কি না অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন: তাহের
  • জুলাই সনদ: ‘অতি জরুরি’ বৈঠক চলছে
  • প্রধান উপদেষ্টার নেতৃত্বে দলগুলোর সঙ্গে ‘জরুরি’ বৈঠক চলছে
  • সন্ধ্যায় দলগুলোর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
  • ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠক সন্ধ্যায়, অংশ নেবেন প্রধান উপদেষ্টা