আসামি ফজর আলীকে বিএনপি নেতা বলে উল্লেখ, সাংবাদিকের বিরুদ্ধে মামলা
Published: 9th, July 2025 GMT
কুমিল্লার মুরাদনগরের সেই ধর্ষণ মামলার একমাত্র আসামি ফজর আলীকে বিএনপির নেতা বলে উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেছেন বিএনপির এক নেতা।
মামলার আসামি মাহবুব আলম (আরিফ) দৈনিক মানবকণ্ঠের মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
গত সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের আদালতে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া এ মামলা করেন। বিষয়টি জানাজানি হয় বুধবার। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৮ আগস্ট মাহবুব আলমকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
মামলার আরজিতে বলা হয়, চলতি বছরের ২৭ জুন রাতে মুরাদনগরে ধর্ষণের ঘটনায় জড়িত ফজর আলীকে ‘মুরাদনগর লাইভ টিভি’ নামের ফেসবুক পেজে বিএনপি নেতা বলে উল্লেখ করেছেন মাহবুব আলম, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ফজর আলী ও তাঁর পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে কোনো দিনই জড়িত ছিলেন না।
আরজিতে বলা হয়, ‘আসামি উক্ত মিথ্যা সংবাদ প্রচার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি নষ্ট করেছেন এবং মানহানি করেছেন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানহানি করে আর্থসামাজিকভাবে এক হাজার কোটি টাকার ক্ষতি সাধন করেন।’
এ প্রসঙ্গে কামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কোনো ব্যক্তিকে একটি রাজনৈতিক দলের নেতা দাবি করলে অবশ্যই সেই ব্যক্তির পদ-পদবি থাকতে হবে। কিন্তু ফজর আলীর বিএনপিতে প্রাথমিক সদস্যও নেই। তিনি আওয়ামী লীগের লোক এরই মধ্যে বিষয়টি প্রমাণিত হয়েছে এবং তাঁর বাবাও মিডিয়ায় বলেছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন।
তবে সাংবাদিক মাহবুব আলম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করেছেন বলে দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের ঘটনায় আসামি ফজর আলীকে স্থানীয়রা বর্তমানে বিএনপি নেতা হিসেবে জানেন। এ নিয়ে স্থানীয়দের একাধিক বক্তব্য রয়েছে। স্থানীয়দের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি সংবাদ প্রকাশ করেছি। এ ছাড়া ২০২৪ সালের ১৪ ডিসেম্বর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনকালে বিএনপির সিনিয়র নেতাদের সাথেও ফজর আলী উপস্থিত ছিলেন। যার প্রমাণ আমার কাছে রয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র দনগর ব এনপ র কর ছ ন ম হব ব
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন