ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারানোর যে গুঞ্জন ছড়িয়েছে, তা ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ শুক্রবার নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ছাত্রদল সভাপতি শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় তাকে নিয়ে গুজব ছড়িয়েছে, যা ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা’।

গুজব পরিহারের আহ্বান জানিয়ে নাছির লেখেন, টানা অনেক দিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ (শুক্রবার) কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।”

গতকাল বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনে দেখা যায়নি ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামকে। এ ঘটনাকে কেন্দ্র করেই পদ হারানোর খবর চাউর হয়।

প্রসঙ্গত, রাকিব ও নাছির ছাত্রদলের নেতৃত্বে আসেন ২০২৪ সালের ১ মার্চ। সে সময় এ দুজনকে নেতৃত্বে রেখে সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল বিএনপি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল র ক ব ল ইসল ম র ক ব ছ ত রদল

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ