কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি
Published: 31st, May 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাসভবনে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ মে) ভোর সাড়ে ৩টার দিকে ডাকাতরা ওই বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। চলতি বছরে আরও বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় এই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত ৩টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাত দল আবিদা সুলতানার বাসভবনে প্রবেশ করে। তিনতলা বিশিষ্ট ওই ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে ডাকাতরা ঘরের মালামাল তছনছ করে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় ভুক্তভোগীর পিতা মোহাম্মদ নাজমুল আলমকে হাত-পা বেঁধে রাখা হয়।
ঘটনার খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির একাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করছি।”
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।