গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ গ্রামে অতিরিক্ত ডিআইজি (রেলওয়ের হেড কোয়ার্টারে কর্মরত) আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতি হয়েছে। 

শুক্রবার রাত তিনটার দিকে একদল ডাকাত বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঘরের দরজা ভেঙে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এ সময় ডাকাত সদস্যরা আলমারিসহ বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। 

এ খবর পেয়ে সেখানে যান ডিআইজি আবিদা সুলতানা। তিনি বলেন, এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

 

 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ