চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বিজয় উদ্‌যাপনকালে ফ্রান্সে দুজন নিহত ও ১৯২ জন আহত হয়েছেন। এ ছাড়া পাঁচ শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এসব তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশেপাশের এলাকায় বিজয় উন্মাদনা শুরু হয়। ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এ উৎসব উদ্‌যাপন একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

গতকাল শনিবার রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশেপাশের এলাকায় বিজয় উন্মাদনা শুরু হয়। ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এ উৎসব উদ্‌যাপন একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, সকাল পর্যন্ত ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে শুধু প্যারিসেই গ্রেপ্তার করা হয় ৪৯১ জনকে। এর মধ্যে ৩২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে; যাঁদের ২৫৪ জন প্যারিসের।

সংঘর্ষ চলাকালে চঁপ এলিজে সড়কে কিছু বাস স্টপেজ ভেঙে ফেলা ও দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এ সময় পিএসজির হাজার হাজার সমর্থক বিখ্যাত এ সড়কে ভিড় করেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সারা দেশে আগুন লাগানোর শত শত ঘটনা ঘটেছে। এর মধ্যে আছে দুই শতাধিক যানবাহন পুড়িয়ে দেওয়ার ঘটনা। সহিংসতার সময় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ও সাত দমকলকর্মী আহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সারা দেশে আগুন লাগানোর শত শত ঘটনা ঘটেছে। এর মধ্যে আছে দুই শতাধিক যানবাহন পুড়িয়ে দেওয়ার ঘটনা। সহিংসতার সময় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য ও সাত দমকলকর্মী আহত হয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসজ

এছাড়াও পড়ুন:

রাশফোর্ডের অভিষেক, তরুণদের ঝলকে বার্সার জয়

জাপানে ভিসেল কোবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচটি ছিল শুধু একটি প্র্যাকটিস গেম নয়, এটা ছিল নতুন অধ্যায়ের শুরু। কারণ, এই ম্যাচেই বার্সার হয়ে প্রথমবার মাঠে নামলেন ইংল্যান্ড তারকা মার্কাস রাশফোর্ড। তবে আসল আলো কেড়ে নিলেন দুই তরুণ নতুন সাইনিং রুনি বারদগজি ও লা মাসিয়া একাডেমির উজ্জ্বল প্রতিভা পেদ্রো ফার্নান্দেজ।

প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সা। ডান দিক থেকে ভেসে আসা বলে ডিফেন্ডার এরিক গার্সিয়া গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু বিরতির ঠিক আগে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার প্রথমবারের সেভ ব্যর্থ করে ফিরতি বলে তাইসেই মিয়াশিরো গোল করে ভিসেল কোবেকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধ ছিল বার্সার। রাশফোর্ড ও দানি ওলমো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। তবে ম্যাচে রাশফোর্ডের প্রভাব স্পষ্ট। তার পাস থেকেই শুরু হয় দ্বিতীয় গোলের জাদু। রাশফোর্ড বল বাড়ান লেভানদোভস্কিকে, তিনিও সেটআপ করে দেন ১৯ বছরের বারদগজিকে। বাঁ পায়ের জাদুতে দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই তরুণ।

আরো পড়ুন:

৩০ শতাংশ কম বেতনে স্বপ্নের ক্লাব বার্সায় রাশফোর্ড

ধুমধাম করে জন্মদিন উদযাপন করে তদন্তের মুখে ইয়ামাল

এরপর আসে আরেক তরুণের মাহেন্দ্রক্ষণ। ১৭ বছর বয়সী পেদ্রো ফার্নান্দেজ বল পেলেন বক্সের ভেতরে, এক পা স্থির রেখে অন্য পায়ে যেন বজ্রপাত! জোরালো শটে কোনাকুনি বল জড়িয়ে দিলেন প্রতিপক্ষের জালে। অভিষেক ম্যাচেই দুর্দান্ত গোল করে বার্সার সমর্থকদের মনে জায়গা করে নিলেন লা মাসিয়ার এই রত্ন।

এই গ্রীষ্মে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকায়, কোচ হানসি ফ্লিক পাচ্ছেন পুরো স্কোয়াড হাতে। প্রস্তুতি ম্যাচে তাই একাদশে একসাথে ১১টি পরিবর্তন এনে সবাইকে খেলিয়ে নিচ্ছেন, যেন পুরো দল ফর্মে ফিরে আসে।

এশিয়া সফরের পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া। সেখানে বৃহস্পতিবার এফসি সিওল এবং আগামী সোমবার দেগু’র বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। নতুন মুখ, নতুন পরিকল্পনা; সব মিলিয়ে নতুন মৌসুমের আগে স্বপ্ন বুনছে কাতালান ক্লাবটি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • হামাসকে অস্ত্রত্যাগে ও গাজার শাসন ছাড়তে সৌদি, কাতার, মিসরের আহ্বান
  • সিডনিতে ড্র অনুষ্ঠানে বাংলাদেশের কেউ না থাকায় হতাশ প্রবাসীরা
  • প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পের দাবিকে অস্বীকার করলেন মোদি
  • ‘মুক্তির উৎসব’ করতে সহযোগিতা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের আবেদন
  • প্রথমবারের মতো সাংবাদিকদের বিনামূল্যে সাইকোলজিক্যাল সাপোর্ট
  • এবার পরিবার নিয়ে ঘরে বসেই ‘উৎসব’
  • খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ
  • ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে
  • রাশফোর্ডের অভিষেক, তরুণদের ঝলকে বার্সার জয়
  • প্রথমবারের মতো হামাসকে নিন্দা জানাবে আরব দেশগুলো