বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্যসচিব কাজী মো. আবু যাঈদ।

বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন শেখের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জিডিতে যাঈদ উল্লেখ করেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে (যাঈদ) কোরবানির ঈদ উপলক্ষে ভিজিএফের ৫০টি কার্ড বিতরণের দায়িত্ব দিয়েছেন। এই কার্ড বিতরণে অনিয়ম হয়েছে, এমন দাবি তুলে ছাত্রদল নেতা আল-আমিন ৩০টি কার্ড দাবি করেন। দাবি পূরণ না করায় মঙ্গলবার দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত ছাত্রদল নেতার নেতৃত্বে তাঁর বাসার সামনেও মহড়া দেওয়া হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা আল-আমিন শেখ বলেন, ‘যাঈদের বাবা কাশিপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচন করবেন বলে শুনেছি। তাই তিনি অধিকাংশ কার্ড জুলাই অভ্যুত্থানে আহতদের না দিয়ে নিজের বাবার নির্বাচনী এলাকায় বিতরণের চেষ্টা করছেন। বিষয়টি জানতে পেরে আমি তাঁকে নয়টি ওয়ার্ডে সমানভাবে কার্ড বিতরণের অনুরোধ করি।’ মারধর বা হুমকির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। বরং যাঈদ আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন।’

এ বিষয়ে যাঈদ বলেন, ‘কার্ড বিতরণে অনিয়মসহ সব অভিযোগ ভিত্তিহীন। কারণ, এখন পর্যন্ত এসব কার্ড বিতরণই করা হয়নি।’

ওসি মিজানুর রহমান বলেন, ‘মারধরের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল ন ত ক র ড ব তরণ বর শ ল ম রধর

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ