বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্যসচিব কাজী মো. আবু যাঈদ।

বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন শেখের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জিডিতে যাঈদ উল্লেখ করেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে (যাঈদ) কোরবানির ঈদ উপলক্ষে ভিজিএফের ৫০টি কার্ড বিতরণের দায়িত্ব দিয়েছেন। এই কার্ড বিতরণে অনিয়ম হয়েছে, এমন দাবি তুলে ছাত্রদল নেতা আল-আমিন ৩০টি কার্ড দাবি করেন। দাবি পূরণ না করায় মঙ্গলবার দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত ছাত্রদল নেতার নেতৃত্বে তাঁর বাসার সামনেও মহড়া দেওয়া হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা আল-আমিন শেখ বলেন, ‘যাঈদের বাবা কাশিপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচন করবেন বলে শুনেছি। তাই তিনি অধিকাংশ কার্ড জুলাই অভ্যুত্থানে আহতদের না দিয়ে নিজের বাবার নির্বাচনী এলাকায় বিতরণের চেষ্টা করছেন। বিষয়টি জানতে পেরে আমি তাঁকে নয়টি ওয়ার্ডে সমানভাবে কার্ড বিতরণের অনুরোধ করি।’ মারধর বা হুমকির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। বরং যাঈদ আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন।’

এ বিষয়ে যাঈদ বলেন, ‘কার্ড বিতরণে অনিয়মসহ সব অভিযোগ ভিত্তিহীন। কারণ, এখন পর্যন্ত এসব কার্ড বিতরণই করা হয়নি।’

ওসি মিজানুর রহমান বলেন, ‘মারধরের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল ন ত ক র ড ব তরণ বর শ ল ম রধর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ