চিকিৎসকেরা অভিনেত্রী তানিন সুবহাকে ‘ক্লিনিক্যালি ডেথ’ ঘোষণা করেছেন। এই অভিনেত্রী কিশোরী বেলায় মা হয়েছেন। মেয়ের জন্য টাকা আয় করার সময় সহজ রাস্তার খোঁজ করছিলেন—সেই খোঁজেই এক সময় শোবিজে আসেন তানিন।
ছোটবেলা থেকেই বাবা মায়ের সঙ্গে সৌদি আরবে ছিলেন তানিন সুবহা। সেখান থেকে যখন বাংলাদেশে আনে ২০০৮ সালে। তখন তিনি ক্লাস এইটের স্টুডেন্ট। বাবা তাকে বিয়ে দিয়ে দেন। এক কিশোরীর গল্প এখান থেকেই অন্যদিকে মোড় নিতে থাকে।
ক্লাস এইটে পড়ার সময় তার খালাতো ভাইয়ের সঙ্গে বিযে হয়। মেয়ের মা হন তানিন সুবহা। কিন্তু বিয়েটা টেকেনি সুবহার। আবার পড়াশোনা করা শুরু করেন। তানিন সুবহা মেয়েকে নিয়েই বাবার বাড়িতে ছিলেন। বাচ্চার খোঁজ নিচ্ছিলো না তার বাবার পরিবারের কেউ। বাচ্চাকে ভালো রাখার জন্য তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে চাচ্ছিলেন তানিন সুবহা। বান্ধবীর কাছ থেকে টাকা ধার নিয়ে ক্লোজ আপ ওয়ান গানের অডিশনে গিয়েছিলেন তানিন।
আরো পড়ুন:
শাকিব খান সম্পর্কে এই চমকপ্রদ তথ্যগুলো জানেন?
এক সিনেমায় কত পারিশ্রমিক পান নয়নতারা?
২০১২ সালে ক্লোজ আপ ওয়ানে অংশ নেন তানিন সুবহা। কিন্তু সেই প্রতিযোগিতায় বেশি দূর এগোতে পারেননি তিনি। একটা সময় বাদ পড়ে যান। এনটিভিতে কান্নাকাটি করেন। মায়ের কাছে মেয়েকে রেখে প্রতিযোগিতায় গিয়েছিলেন তিনি। তখন মেয়ের বয়স ছয় মাস। ব্রেস্ট ফ্রিডিং করাতেন। সারাদিন মেয়েকে দূরে রেখে অডিশনের লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থতা বোধ করেন তিনি।
কিন্তু ওই অডিশন থেকেই শোবিজে কাজ করার স্বপ্ন আরও জোরালোভাবে দেখতে শুরু করেন তানিন। ফেসবুকে একটি অ্যাকাউন্ট খোলেন তিনি। এই মাধ্যমেই পরিচালক সৈয়দ বাবুলের সঙ্গে পরিচয় সুবহার। এরপর বিনোদন জগতের একাধিক ব্যক্তির সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে। শুরুতে বিজ্ঞাপন, তারপর মডেলিং শুরু করেন। ২০১৪ সালের দিকে আবুল কালাম আজাদ তাকে কল দিয়ে মোশাররফ করিমে সঙ্গে নাটকে অভিনয় করার প্রস্তাব দেন। প্রথম নাটক ‘জমজ’ এ মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তানিন সুবহা। তানিন সুবহা অভিনীত সাতটি সিনেমা মুক্তি পেয়েছে।
২০২২ সালে একটি ভিডিও সাক্ষাৎকারে তানিন সুবহা বলেন, ‘‘আমার সেই মেয়ের বয়স এখন ১১ বছর।’’
শোবিজে ধীরে ধীরে উপস্থিতি বাড়ছিলো তানিনের। যদিও মেয়েকে সেভাবে কখনও সামনে আনেননি তানিন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন