নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় লোকজন ও যুবদল নেতা–কর্মীদের হাতে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে ছাড়িয়ে নিতে এক ছাত্রদল নেতা গুলি ছুড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবকের নাম মামুন হোসেন (৩৫)। তিনি ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের ছোট ভাই। তিনি মাঝিপাড়া এলাকার গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী। অভিযুক্ত জায়েদুল ইসলাম ওরফে বাবু নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা।

স্থানীয় একাধিক ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাঝিপাড়া এলাকায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ওরফে খোকাকে আটক করেন স্থানীয় লোকজন। সেখানে যুবদল নেতা বাদল হোসেনের অনুসারী কর্মী-সমর্থকেরাও ছিলেন। সাব্বিরকে আটকের পর বাদলের বাড়ির দিকে নেওয়ার সময় হামলা চালান সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম ও তার লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

যুবদল নেতা বাদল হোসেন বলেন, ‘বাবু ছাত্রলীগ নেতা খোকার পক্ষ নিয়ে আমার বাড়ির সামনে এসে গুলি করে। আমার ছোট ভাইয়ের কানে গুলি লেগেছে। তারে নিয়া আমরা হাসপাতালে। সে রাস্তা দিয়া যাচ্ছিল।’ গুলিবিদ্ধ মামুন ভুলতা ইউনিয়ন যুবদলের কর্মী বলে জানিয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বলেন, ‘আমি শুনেছি, ছাত্রলীগের খোকাকে লোকজন ধরছিল। সেখানে গোলাগুলি হইছে; কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি বাসায় ছিলাম।’

স্থানীয় বাসিন্দারা জানান, রূপগঞ্জে বিএনপির কর্মী–সমর্থকদের মধ্যে বিভক্তি রয়েছে। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জায়েদুল ইসলামের সঙ্গে বাদল হোসেনের সমর্থকদের পুরোনো দ্বন্দ্ব রয়েছে।

ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম। তিনি বলেন, স্থানীয় লোকজনের হাতে আটক ওই ছাত্রলীগ নেতা সাবেক ছাত্রদল নেতা জায়েদুলের বন্ধু। স্থানীয় বাসিন্দারা তাঁকে আটকের পর জায়েদুল সেখানে লোকজন নিয়ে এসে গুলি ছুড়েছে বলে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

মেহেদী ইসলাম আরও বলেন, এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। আটক ওই ছাত্রলীগ নেতাকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তার পা ভেঙে গেছে। চিকিৎসার জন্য তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাত নয়টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব ক ছ ত রদল ন ত স থ ন য় ল কজন জ য় দ ল ইসল ম ব দল হ স ন য বদল এ ঘটন

এছাড়াও পড়ুন:

ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেফতারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

যে মামলায় আসামি করা হয়েছিল বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে
  • আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  
  • বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
  • যাদের টাকা নিয়েছেন, তাদের ফেরত দেন : মাকসুদ চেয়ারম্যানকে সাখাওয়াত
  • প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত
  • মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন 
  • ফতুল্লার দুই দশকের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাজ শুরু
  •  সংস্কৃতিসেবীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট