পার্কের ওয়াচ-টাওয়ার থেকে লাফ, ছাত্রদল কর্মীর মৃত্যু
Published: 12th, June 2025 GMT
জামালপুরের সরিষাবাড়ীতে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে সুইমিংপুলে লাফ দেওয়ার ঘটনায় ইমতিয়াজ হোসেন আকুল মিয়া নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সাতপোয়া এলাকায় স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে।
নিহত আকুল মিয়া সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে। তিনি সরিষাবাড়ী পৌর ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাতপোয়া এলাকার স্বপ্নীল পার্কে ঘুরতে যান আকুল মিয়া। ঘোরাফেরার এক পর্যায়ে বন্ধুদের অগোচরে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দেন তিনি। পরে বন্ধুরা খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে পার্কের ওয়াচ-টাওয়ারের কাছে সুইমিংপুলে খোঁজ নেন। এ সময় পানিতে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পার্কের মালিক রহুল আমিন সেলিম জানান, পার্কে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়। নিয়ম ভঙ্গ করে এভাবে পানিতে লাফ দেওয়া ঠিক হয়নি। তিনি বলেন, ‘নিহত আকুলের বড় ভাই আমার পার্কে কমর্রত আছেন। তবে ঘটনার সময় আমি ছিলাম না। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।’
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘আকুল মিয়া ছাত্রদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান, ঘটনার বিষয়ে দেরিতে সংবাদ পেয়েছেন তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫