জামালপুরের সরিষাবাড়ীতে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে সুইমিংপুলে লাফ দেওয়ার ঘটনায় ইমতিয়াজ হোসেন আকুল মিয়া নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সাতপোয়া এলাকায় স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে।

নিহত আকুল মিয়া সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে। তিনি সরিষাবাড়ী পৌর ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাতপোয়া এলাকার স্বপ্নীল পার্কে ঘুরতে যান আকুল মিয়া। ঘোরাফেরার এক পর্যায়ে বন্ধুদের অগোচরে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দেন তিনি। পরে বন্ধুরা খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে পার্কের ওয়াচ-টাওয়ারের কাছে সুইমিংপুলে খোঁজ নেন। এ সময় পানিতে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পার্কের মালিক রহুল আমিন সেলিম জানান, পার্কে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়। নিয়ম ভঙ্গ করে এভাবে পানিতে লাফ দেওয়া ঠিক হয়নি। তিনি বলেন, ‘নিহত আকুলের বড় ভাই আমার পার্কে কমর্রত আছেন। তবে ঘটনার সময় আমি ছিলাম না। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।’

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘আকুল মিয়া ছাত্রদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান, ঘটনার বিষয়ে দেরিতে সংবাদ পেয়েছেন তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল ছ ত রদল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ