জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.

শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল-১। অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার আছেন। তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ আজকের শুনানিতে পড়ে শোনান ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনাল-১ জানতে চান, তাঁর (চৌধুরী আবদুল্লাহ আল-মামুন) বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কি না।

জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, তিনি দোষ স্বীকার করছেন। আর অপরাধ সংঘটনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তাঁকে অভিযোগ পড়ে শোনানো হয়। ট্রাইব্যুনাল জানতে চান, তাঁকে যে অভিযুক্ত করা হয়েছে, সে ব্যাপারে তাঁর বক্তব্য কী? তিনি তাঁর দোষ স্বীকার করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেই অপরাধের সবকিছু তাঁর জানার কথা। সব তথ্য উদ্‌ঘাটনে ব্যাপারে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি ‘অ্যাপ্রুভার’ হতে চেয়েছেন। সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন।

তাজুল ইসলাম বলেন, সুতরাং চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালে সুবিধাজনক সময়ে তাঁর বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনাসহ অপরাধ কাদের মাধ্যমে, কীভাবে সংঘটিত হয়েছিল, সেই তথ্য উদ্‌ঘাটনে সাহায্য করবেন।

তাজুল ইসলাম বলেন, আইনের ভাষায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ‘অ্যাপ্রুভার’ হয়েছেন। বাংলায় এটিকে ‘রাজসাক্ষী’ বলে। অ্যাপ্রুভার হিসেবে তাঁর আবেদন ছিল। সে হিসেবে তিনি গণ্য হবেন। তিনি এখন কারাগারেই থাকবেন। বক্তব্য গ্রহণের পর তাঁর বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

যেহেতু চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অ্যাপ্রুভার হয়েছেন, সে কারণে তাঁর নিরাপত্তা-সংকট হতে পারে বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। তিনি বলেন, এই আশঙ্কায় তাঁর আইনজীবী আবেদন জানিয়েছেন, তাঁকে যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। সেই নিরাপত্তার ব্যাপারেও যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনমানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল ল হ আল ম ম ন ত জ ল ইসল ম ম নবত ব র ধ স ব ক র কর অপর ধ র

এছাড়াও পড়ুন:

রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

ইউক্রেনে বুধবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দু’জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় ১৮টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪০০ ড্রোন ব্যবহার করা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ শহর। এই হামলার পর রাশিয়ার ওপর আরও দ্রুত এবং কার্যকর নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার ওপর চাপ এতটাই শক্তিশালী হতে হবে, যাতে তারা তাদের সন্ত্রাসের পরিণতি সত্যিই অনুভব করতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালানো হচ্ছে। অন্য এলাকাগুলোও হামলার বাইরে থাকছে না। এই হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, এটা এমন সময় করা হলো, যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রাশিয়া একতরফা সবকিছু প্রত্যাখ্যান করে চলেছে।

এদিকে ইউক্রেন পুনর্গঠনে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, এ জন্য ‘মার্শাল পরিকল্পনার মতো’ একটি উদ্যোগ প্রয়োজন। আর আমাদের এটি একসঙ্গে গড়ে তোলা উচিত। 

জেলেনস্কি নেতাদের বলেছেন, ‘এটি শুধু দান নয়, বরং একটি বিনিয়োগ। ইউক্রেন পুনর্গঠন করা কেবল আমাদের দেশের বিষয় নয়, এটি আপনাদের দেশ, আপনাদের কোম্পানি, প্রযুক্তি, কর্মসংস্থানের সঙ্গেও জড়িত। আমরা যেভাবে আমাদের দেশকে গড়ে তুলব, সেটি আপনাদের অবকাঠামো ও শিল্প খাতকেও আধুনিক করতে পারে।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের পুনরুদ্ধারে ব্যয় করতে হবে– এ ব্যাপারে ইউরোপের স্পষ্টভাবে একমত হওয়া উচিত। শুধু এই সম্পদগুলোর আয় নয়, বরং এসবের ব্যবহার করতে হবে। বর্তমানে যেভাবে ব্যবহার হচ্ছে, তার চেয়েও অনেক বেশি কার্যকরভাবে, বিশেষ করে জীবন বাঁচাতে সহায়তার জন্য সম্পদগুলো ব্যবহার করা দরকার।’

রুবিও-ল্যাভরভ বৈঠক

কিয়েভে হামলা জোরদারের মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তাদের বৈঠক হওয়ার কথা।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে একটি চুক্তির ব্যর্থ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘আমি পুতিনের ওপর খুশি নই।’ সপ্তাহের শুরুতে একটি কেবিনেট বৈঠকে ট্রাম্প পুতিনকে নিয়ে আরও বলেন, ‘তিনি সব সময় খুব ভালো ব্যবহার করেন, কিন্তু শেষ পর্যন্ত তা কোনো অর্থ বহন করে না।’ সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি ও এনবিসি।


 

সম্পর্কিত নিবন্ধ