Samakal:
2025-11-04@01:11:29 GMT

শেয়ারদর লেনদেন সূচক সবই কমেছে

Published: 17th, June 2025 GMT

শেয়ারদর লেনদেন সূচক সবই কমেছে

সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য অগ্রগতির পরদিন গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে উল্টো চিত্র দেখা গেছে। কমেছে বেশির ভাগ শেয়ারের দর, সূচক ও লেনদেন। তবে এ নিয়ে এখনই হতাশ না হওয়ার কথা বলছেন বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা।

গতকাল ঢাকার শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ৬৫টির দর বাড়ার বিপরীতে কমেছে ২৫৬টির দর। তালিকাভুক্ত ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র একটির, কমেছে ১৬টির। লেনদেন হওয়া বাকি ৫৪ শেয়ার ও ফান্ডের দর ছিল অপরিবর্তিত।
বেশির ভাগ শেয়ারের দর কমায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৪৪ পয়েন্ট হারিয়ে ৪৭৩৯ পয়েন্টে নেমেছে। অথচ সোমবার বেশির ভাগ শেয়ারের দর বাড়ায় সূচকটি বেড়েছিল ৫৯ পয়েন্ট।
গত ২৯ মে থেকে ১৬ জুন পর্যন্ত সাত কর্মদিবসের মধ্যে ছয় দিনে সূচক প্রায় ১৯৩ পয়েন্ট বেড়েছিল। মাঝে ৪ জুন বেশির ভাগ শেয়ার দর হারানোয় সূচকটি ২৪ পয়েন্ট হারিয়েছিল। অর্থাৎ দুই দিনের পতনের পরও সর্বশেষ আট কর্মদিবসে সাকল্যে সূচক ১২৪ পয়েন্ট বেড়েছে।

শেয়ারবাজার-সংশ্লিষ্টরা জানান, ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কমবেশি উদ্বেগ আছে। বিশ্ব শেয়ারবাজারে দর পতন এ উদ্বেগ বাড়াচ্ছে। আবার জাতীয় নির্বাচন ইস্যুতে সম্ভাব্য সময় ঠিক হওয়ায় বিনিয়োগকারীদের কেউ কেউ দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা করছেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ মিশ্র প্রভাব আছে নানা ইস্যুর।
এমন প্রেক্ষাপটে আগের দিনের তুলনায় ১০৩ কোটি ৭৫ লাখ টাকা কমে ডিএসইর লেনদেন কমে ৩১৩ কোটি ৬২ লাখ টাকায় নেমেছে। একক কোম্পানি হিসেবে লাভেলোর ২৩ কোটি টাকার, বিচ্হ্যাচারির ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র শ য় রব জ র ল নদ ন

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ