সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২
Published: 18th, June 2025 GMT
সোনারগাঁয়ে রাস্তার পাশ থেকে রতন নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন দু’জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (১৮ জুন) রাতে রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪) এবং একই থানার মোঘড়াকুর গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।
নিহত রতন (৩৮) কাঁচপুর এলাকার মো.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশের রাস্তার ঢালে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ এল ক র স ন রগ
এছাড়াও পড়ুন:
কর্মভিসায় ট্রাম্পের নতুন নিয়ম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে দক্ষ কর্মী ভিসার (এইচ-১বি) ওপর অতিরিক্ত ১ লাখ ডলার ফি আরোপ করা হয়েছে। এই ভিসার প্রধান সুবিধাভোগী ভারত (৭১%) এবং চীন (১১.৭%)। অ্যামাজন, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ভিসা পেয়েছিল। এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশগুলো। তবে কগনিজ্যান্ট, ইনফোসিসের মতো কোম্পানির শেয়ারের দাম কমেছে। অভিবাসন আইনজীবীরা এই ফি এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।