এমআইটি মিডিয়া ল্যাবের গবেষকেরা যুক্তরাষ্ট্রের বস্টনের ১৮-৩৯ বছর বয়সী ৫৪ জনকে নিয়ে একটি পরীক্ষা চালিয়েছেন। তাঁরা এই ব্যক্তিদের তিনটি দলে ভাগ করে কয়েকটি প্রবন্ধ লিখতে বলেছিলেন। প্রথম দলের সদস্যরা প্রবন্ধ লিখতে চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। দ্বিতীয় দল গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেছেন এবং তৃতীয় দলের সদস্যরা প্রবন্ধগুলো লিখেছেন কোনো কিছুর সাহায্য ছাড়াই। গবেষকেরা ইইজি (ইলেক্ট্রোএনসেফ্যালোগ্রাম) মেশিন দিয়ে তাঁদের মস্তিষ্কের ৩২টি অংশের কার্যকলাপ পর্যবেক্ষণ করেছেন। ইইজি মেশিন দিয়ে সাধারণত মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করা হয়।

ফলাফল দেখে অবাক হয়েছেন স্বয়ং গবেষকেরা। তাঁদের কপালে পড়েছে চিন্তার ভাজ। কারণ, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মস্তিষ্কে সবচেয়ে কম কার্যকলাপ দেখা গেছে। স্নায়বিক, ভাষাগত ও আচরণগত—সব দিক থেকেই দুর্বল পারফরম্যান্স করেছেন তাঁরা। এই পরীক্ষা চলেছে কয়েক মাস ধরে। যাঁরা চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, তাঁরা ধীরে ধীরে আরও অলস হয়ে গেছেন। শেষের দিকে তাঁরা কেবল কপি-পেস্ট করেই কাজ সেরেছিলেন।

এআই চ্যাটবটগুলোর ওপর এমআইটি মিডিয়া ল্যাবের চালানো নতুন গবেষণার দৃশ্যায়ন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর ছ ন

এছাড়াও পড়ুন:

কিউএস গ্লোবাল এমবিএ র‌্যাঙ্কিং ২০২৬: শীর্ষে যুক্তরাষ্ট্রের বিজনেস স্কুলগুলো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর নানা বিষয়ে র‌্যাঙ্কিং প্রকাশ করে। আগামী বছরের জন্য কিউএস গ্লোবাল এমবিএ র‌্যাঙ্কিং ২০২৬ প্রকাশ করেছে সম্প্রতি। এই তালিকায় যুক্তরাষ্ট্রের বিজনেস স্কুলগুলো আবারও আধিপত্য দেখিয়েছে। শীর্ষ তিনে রয়েছে তিনটি এমবিএ শিক্ষার প্রতিষ্ঠান। এগুলো হলো হোয়ার্টন স্কুল (পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়), হার্ভার্ড বিজনেস স্কুল এবং এমআইটি স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট। এ র‌্যাঙ্কিং মূলত এমবিএ প্রোগ্রামের চাকরির সুযোগ, বিনিয়োগের বিপরীতে মুনাফা, অ্যালামনাই নেটওয়ার্ক, শিক্ষকতার মান এবং বৈচিত্র্যসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হয়।

আরও পড়ুনঅক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা২১ ঘণ্টা আগেশীর্ষ ১০ মার্কিন বিজনেস স্কুল—

১. হোয়ার্টন স্কুল, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়

২. হার্ভার্ড বিজনেস স্কুল

৩. এমআইটি স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট

৪. স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস

৫. শিকাগো বুথ স্কুল অব বিজনেস

৬. কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়

৭. কলাম্বিয়া বিজনেস স্কুল

৮. হাস স্কুল অব বিজনেস, ইউসি বার্কলে

৯. ইয়েল স্কুল অব ম্যানেজমেন্ট

১০. নিউইয়র্ক ইউনিভার্সিটি স্টার্ন স্কুল অব বিজনেস

ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ

  • কিউএস গ্লোবাল এমবিএ র‌্যাঙ্কিং ২০২৬: শীর্ষে যুক্তরাষ্ট্রের বিজনেস স্কুলগুলো