যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হস্তক্ষেপ করে, তাহরে তা চীন ও রাশিয়ার জন্য একটি কৌশলগত বিজয়ের সুযোগ হয়ে দাঁড়াবে; এমনটাই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক আলম সালেহ।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সালেহ বলেন, “যদি যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করে, তাহলে চীন ও রাশিয়া খুব খুশি হবে। তারা চায় যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী দেশের সঙ্গে একটি অনির্দিষ্ট, দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ুক। ইরান ইয়েমেনের হুথি গোষ্ঠী নয়, আফগানিস্তানের তালেবানও নয়; আর অবশ্যই সিরিয়া বা ইরাকও নয়।”

আলম সালহের সাক্ষাৎকারটি শুক্রবার প্রচার করেছে আলজাজিরা।

আরো পড়ুন:

ইসরায়েলের বেয়ারশেভা ইরানের ‘টার্গেটে’, টানা দুই দিন হামলা

ইরানের ‘লাল রেখা’ কী কী?

আলজাজিরাকে আলম সালেহ বলেছেন, চীনের প্রধান উদ্বেগ ইরানের তেল পাইপলাইন এবং আঞ্চলিক বাণিজ্য সচল রাখা হলেও যুক্তরাষ্ট্র যদি ইরানে জড়িয়ে পড়ে, তবে চীন ও রাশিয়া তাতে পরোক্ষভাবে লাভবান হবে।

তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে, তবে চীন ও রাশিয়া ইরানকে সীমিত সহায়তা দিয়ে এই যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করবে, যাতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আরো কয়েক বছর ধরে বিপর্যস্ত রাখা যায়।”

তবে আলম সালেহ স্পষ্ট করেছেন, “তারা সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপ বা জড়িত হওয়ার চেষ্টা করবে না।”

অবশ্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি কেমন হবে; তখন চীনের দৃষ্টিভঙ্গি কেমন হবে; তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল য ক তর ষ ট র আলম স ল

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ