অনেক অনেক কাল আগের কথা। কতোকাল আগে, তা কেউ জানে না। কোনখানে যে, তা-ও কেউ ঠিক করে বলতে পারে না। তবে লোকের মুখে শোনা যায়, আজব এক শহর ছিলো। সেই শহরের নাম ‘ড়গডম’ কিনা সে খবর এখন আর জানা যায় না। কিন্তু সেই শহরের মানুষজন কথায় কথায় বলতো ‘ড়গডম’।
‘কেমন আছেন?’
‘ড়গডম, ড়গডম!’
‘কী রে, স্কুলে এলি না কেন?’
‘ড়গডম।’
‘সেদিন যে টাকাটা নিলি, ফেরত দিবি কবে?’
‘ড়গডম। ’
‘ঠিক করে বল!!’
‘ড়গডম, ড়গডম!’
‘আচ্ছা, ঠিক আছে।
যে-কোনো কথার জবাব এই ‘ড়গডম’ দিয়ে দেওয়া যেতো।
শব্দটা সেখানে এতো জনপ্রিয় ছিলো যে, শহরের একমাত্র স্কুলের নাম ছিলো ‘ড়গডম ইনস্টিটিউট অব জটিল চিন্তাভাবনা’।
এমনকি শহরের বাসস্টপ, দোকানপাট, রাস্তাঘাট– সব জায়গায় ‘ড়গডম’ লেখা সাইনবোর্ড ঝুলতো। সেখানে বিয়ের কার্ডেও লেখা থাকতো, ‘শুভবিবাহ উপলক্ষে আপনাদের জানাই হৃদয় থেকে উৎসারিত একটি ড়গডম।’
কিন্তু এই ‘ড়গডম’ মানে কী? ড়গডম স্কুলের আহিন একদিন জিজ্ঞেস করলো তার স্কুলের হেডমাস্টারকে। তিনি বললেন, ড়গডম আসলে একটা গ্যালাক্সির নাম!
ওর বুড়ো দাদু, ফিসফিস করে বললেন, যখন মাথা কাজ করে না কিন্তু তাও কিছু বলতে হয়। তখন আমরা ‘ড়গডম’ বলি।
পোষা তোতা বললো, ‘ড়গডম! য়্যাহা! রগডম!!’
তারপর থেকে, আহিনও যখন তখন বলে ওঠে, ‘ওহ হো! রে রে রে, রা রা, রগডম!’ n
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা