ইসরায়েলে তেহরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, হাইফায় বড় বিস্ফোরণ
Published: 21st, June 2025 GMT
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হাইফায় বড় বিস্ফোরণের শব্দ পেয়েছে স্থানীয়রা।
দিনের বেলা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তার পর রাতে হাইফায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেল। এতে কমপক্ষে দুইজন আহত হয়েছেন। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হাইফায় একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। অন্য ভিডিওতে দেখা গেছে, শহরের বিস্ফোরণের স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে।
ইসরায়েলের চিকিৎসা পরিষেবা সূত্র বলছে, দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ বছর বয়সী এক বালক আছে, যার অবস্থা গুরুতর। আর ৫৪ বছর বয়সী এক ব্যক্তির শরীরে গুলি লেগেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নের তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, তেহরান ‘কয়েক সপ্তাহের মধ্যে’ একটি কার্যকর অস্ত্র তৈরি করতে পারে।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতের কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা