সরাসরি: ওআইসির সঙ্গে বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
Published: 21st, June 2025 GMT
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে নিজেদের পক্ষে কূটনৈতিক সমর্থন আদায়ে ইউরোপ সফরে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সফরের অংশ হিসেবে তিনি তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন এখন। সেখানে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
শনিবার (২১ জুন) আলজাজিরার খবরে এই তথ্য দেওয়া হয়েছে।
ইরানি বার্তা সংস্থার তাসনিম নিউজের প্রতিবেদনে বৈঠকের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। বার্তা সংস্থাটি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করা হয়েছে; তিনি বলেছন, “ইরানের প্রস্তাবে এই বৈঠকে আমাদের দেশের ওপর জায়নবাদী শাসনের হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে।”
আরো পড়ুন:
রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না: পুতিন
ইরানের পক্ষে একাত্মতা প্রকাশে ইরাকে হাজার হাজার মানুষের জমায়েত
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গ এই বৈঠকে প্রায় ৪০ জন কূটনীতিকের অংশগ্রহণের কথা রয়েছে।
আব্বাস আরাগচি ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এরই মধ্যে ইউরোপকে তিনি জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের হামলা বন্ধ না হলে আলোচনার টেবিলে বসবে না ইরান। অবশ্য এই বিষয়ে ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সংগঠন ওআইসি এর আগে ইসরায়েলের হামলা নিন্দা জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে ওআইসির এই আহ্বান কানে তোলেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে একটি পূর্ণমাত্রার যুদ্ধে নামাতে ব্যতিব্যস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকার। অবশ্য, ট্রাম্প সর্বশেষ বলেছেন, দুই সপ্তাহের মধ্যে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইরান ও ইসরায়েলের সংঘাত নিরসনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে সংঘাত থামিয়ে আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে বোঝাপড়ার পক্ষে মত তৈরি করার চেষ্টা করছেন তিনি।
১৩ জুন ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তারপর পাল্টা হামলায় নামে ইরান। উভয় দেশ হামলা ও পাল্টা হামলা চালিয়েছে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে বলে অভিযোগ তুলে দেশটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইসরায়েল; যেখানে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলছে, ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছানোর কোনো প্রমাণ তাদের কাছে নেই।
ইরাকে রাসায়নিক অস্ত্রভাণ্ডার আছে বলে অভিযোগে ২০০৩ সালে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যদিও তেমন কোনো অস্ত্রই ছিল না ইরাকে। এবার যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল ইরাক মডেলে ইরানে হামলা চালাচ্ছে, যার কোনো ভিত্তিই নেই।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ লিখেছে, জায়নবাদী শাসন ১৩ জুন ইরানের বিরুদ্ধে একটি উস্কানিমূলক আগ্রাসী যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালায়, যার ফলে অনেক শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন।
ইরানি সামরিক বাহিনী তাত্ক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর মহাকাশ বিভাগ ২১ জুন পর্যন্ত ‘ট্রু প্রমিজ থ্রি’ (সত্য প্রতিশ্রুতি-৩) অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে দফায় দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল র ক টন ত ক য ক তর ইউর প
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা