ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগ, চুয়েট শিক্ষার্থীকে বহিষ্কার
Published: 21st, June 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযুক্ত শিক্ষার্থী ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো.
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৯১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া অভিযুক্ত শিক্ষার্থীকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ফেসবুকে একাধিক পোস্ট ও বিতর্কিত মন্তব্য করেন অভিযুক্ত শিক্ষার্থী। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে গতকাল শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাঁর স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছিলেন। তবে কাউকে স্থায়ী বহিষ্কার করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। ওই শিক্ষার্থীর কারণ দর্শানোর জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুন্দরবন ভ্রমণে এসে বিদেশি পর্যটকের মৃত্যু
সুন্দরবন ভ্রমণে এসে এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার সুপতি খালে এ ঘটনা ঘটে।
ওই পর্যটকের নাম কারমেল নোয়েলেন (৫৫)। তিনি আয়ারল্যান্ডের নাগরিক।
পুলিশ জানায়, কারমেল তাঁর স্বামীর সঙ্গে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। গতকাল শুক্রবার সকালে খুলনা থেকে পর্যটকবাহী লঞ্চ এমভি আলাস্কায় চড়ে সুন্দরবনের পথে রওনা দেন তাঁরা। আজ শনিবার সকালে লঞ্চটি কচিখালী এলাকায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন। লঞ্চে থাকা চিকিৎসক দ্রুত পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ খবর দেওয়ার পর শরণখোলার ধানসাগর নৌ-পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। কারমেলের স্বামী বর্তমানে লঞ্চে আছেন। তিনি বাংলাদেশে কবে এসেছেন এবং তাঁর পেশাগত পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।