Risingbd:
2025-08-08@17:35:59 GMT

বিশ্বকাপের টিকিট পেলো কানাডা

Published: 22nd, June 2025 GMT

বিশ্বকাপের টিকিট পেলো কানাডা

উত্তরের দেশগুলোর মধ্যে ক্রিকেটকে এখনও অলিম্পিকের মতো দূর অস্ত মনে হলেও কানাডা যেন তাদের পুরনো পরিচিতি বদলে দিচ্ছে একটু একটু করে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো ক্রিকেট দানবদের সঙ্গে।

ক্রিকেট ইতিহাসে কানাডার নাম খুব একটা উজ্জ্বল না হলেও আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তাদের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। বাহামাসের বিপক্ষে জয় ছিল শুধু একটি আনুষ্ঠানিকতা মাত্র। সেখানে ৫৭ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ৫.

৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে কানাডা।

পেস আক্রমণে দাপট দেখান কালিম সানা ও শিবম শর্মা। দুজনই ৩টি করে উইকেট নেন। এরপর ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের গতিপথ মুহূর্তে বদলে দেন দিলপ্রীত বাজওয়ার।

আরো পড়ুন:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সূচি ও ভেন্যু ঘোষণা

নিখিলস কিরটনের নেতৃত্বে কানাডা কেবল এই ম্যাচে নয়, পুরো বাছাইপর্বেই ছিল একেবারে অপ্রতিরোধ্য। বারমুডা, কেম্যান আইল্যান্ডস, বাহামাস— প্রতিটি প্রতিপক্ষই যেন অসহায় ছিল তাদের পরিকল্পনার সামনে।

এই জয়ে তারা পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর। আয়োজক দুই দেশের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছে আরও ১১টি দল। আর কানাডা তাদের সঙ্গেই পূর্ণ সদস্য হিসেবে নয়, কিন্তু সামর্থ্যের প্রমাণ দিয়েই জায়গা করে নিল মূল পর্বে।

বাকি ৭টি দলের ভাগ্য নির্ধারিত হবে অন্যান্য অঞ্চলের বাছাই থেকে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া থেকে উঠে আসবে আরও কিছু স্বপ্নবাজ দল—যারা আন্তর্জাতিক ক্রিকেটকে আরও বৈচিত্র্যময় করে তুলবে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ট য় ন ট ব শ বক প ব শ বক প র

এছাড়াও পড়ুন:

পাকিস্তান নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়লো ৫০ শতাংশ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নারীদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। যেখানে মাসিক পারিশ্রমিক বেড়েছে ৫০ শতাংশ। এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত এবং এই বৃদ্ধি কার্যকর হবে সব ক্যাটাগরির খেলোয়াড়দের ক্ষেত্রেই।

চুক্তির সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে সাদিয়া ইকবালের ক্ষেত্রে। যিনি বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সেরা বোলার। এবার তিনি জায়গা পেয়েছেন ‘ক্যাটাগরি এ’- তে। যেখানে আছেন আরও তিনজন- ফাতিমা সানা, মুনীবা আলি ও সিদরা আমিন।

এছাড়া, ফাস্ট বোলার ডায়ানা বেগ ‘ক্যাটাগরি সি’ থেকে উঠে এসেছেন ‘বি’তে, এবং স্পিনার রামিন শামীম গেছেন ‘ডি’ থেকে ‘সি’তে। উল্লেখযোগ্যভাবে, ‘ক্যাটাগরি সি’-তে শামীমই একমাত্র খেলোয়াড়।

আরো পড়ুন:

পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা

দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়নে নিতে চায় পাকিস্তান-ইরান

গতবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া আলিয়া রিয়াজ এবার ফিরেছেন ‘ক্যাটাগরি বি’-তে। তবে অভিজ্ঞ ক্রিকেটার নিদা দার, যিনি আগেরবার বাদ পড়েছিলেন ফর্ম ও বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে। তিনি এপ্রিল মাসে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় এবারও চুক্তির তালিকায় নেই।

নতুন চুক্তিতে এবার প্রথমবারের মতো ‘ক্যাটাগরি ই’ চালু হয়েছে। যা নবাগত খেলোয়াড়দের জন্য ‘ইমার্জিং ক্যাটাগরি’ হিসেবে বিবেচিত। এই তালিকায় আছেন দুটি প্রতিশ্রুতিশীল মুখ— আইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকার। দুজনই ২০২৩ সালের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন এবং বর্তমানে আয়ারল্যান্ডে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন।

‘ক্যাটাগরি ডি’-তে এবার ১০ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে। যাদের মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছেন নাতালিয়া পারভেজ, সিদরা নবী এবং ওয়াহিদা আখতার।

এই চুক্তি এমন এক সময় ঘোষণা করা হলো, যখন পাকিস্তান নারী দল সামনে দুটি বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালের জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়াও রয়েছে ঘরোয়া ও আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ।

২০২৫–২৬ কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়াড়দের তালিকা:

ক্যাটাগরি এ: ফাতিমা সানা, মুনীবা আলি, সাদিয়া ইকবাল ও সিদরা আমিন।

ক্যাটাগরি বি: আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ ও নাশরা সান্ধু।

ক্যাটাগরি সি: রামিন শামীম

ক্যাটাগরি ডি: গুল ফেরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নবী, সৈয়দা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।

ক্যাটাগরি ই (ইমার্জিং): আইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • চীন সফর বাতিল করে অক্টোবর ও নভেম্বরে যাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা
  • অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ আজ
  • পাকিস্তান নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়লো ৫০ শতাংশ
  • গণ-অভ্যুত্থান দিবসে নিরবের নতুন সিনেমার ঘোষণা
  • অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিল সুখবর, অগ্রাধিকারে দক্ষিণ–পূর্ব এশিয়া