ইতিহাস বলছে, ১৯৪৮, ’৫৮, ’৬৭ ও ’৭৩ সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন পরাশক্তি ইসরায়েলকে সাহায্য করেছিল। যে কারণে আরব দেশগুলোর পরাজয় ঘটেছিল। সামরিক সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যাবে, বিশ্বে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েল ১৭তম। সৈন্যসংখ্যার দিক দিয়ে ইরান ইসরায়েলের চেয়ে অনেক গুণ বড়। তবে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলের সামরিক বাহিনী প্রযুক্তিগত উৎকর্ষে অনেক এগিয়ে রয়েছে। ইসরায়েল এবার দেড় হাজার মাইল দূর থেকে ইরানে বিমান হামলা বেশি দিন চালাতে পারবে না। তবে তার আরেকটি শক্তি যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে দাবি করেছে। সে ক্ষেত্রে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথভাবে ক্রমাগত বিমান হামলা চালালে ইরানের অবকাঠামোগত দিক থেকে ব্যাপক ক্ষতি হবে, তা নিসন্দেহে বলা যায়।

১৯৫৩ সালে যুক্তরাষ্ট্র ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাতের জন্য এজেন্ট না পাঠালে (অপারেশন আয়াক্স) ইরান হয়তো গণতন্ত্রের পথেই এখন থাকত। লেখক স্টিফেন কিনজার তাঁর ‘অল দ্য শাহ’জ মেন’ বইতে এমনটাই লিখেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে নতুন করে ইরান আক্রমণের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.

) মো. বায়েজিদ সরোয়ার, নিরাপত্তা বিশ্লেষক

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র ইসর য় ল

এছাড়াও পড়ুন:

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 

এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। তীর ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে। বৃষ্টি আমন ধানের জন্য উপকারী হলেও, ক্ষতির শংকায় আছেন সবজি চাষিরা। 

আরো পড়ুন:

ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস 

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‍“আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। আগামী দুই দিনে বঙ্গোপসাগরে দুইটি লঘুচাপ সৃষ্টি এবং তা ঘনীভূত হতে পারে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ