Samakal:
2025-08-08@13:48:21 GMT

বিষমুক্ত ফলের আহ্বান

Published: 23rd, June 2025 GMT

বিষমুক্ত ফলের আহ্বান

বৈচিত্র্যপূর্ণ আর রসাল সব মৌসুমি ফলের সমারোহ ঘটে এ সময়। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি রসাল ফল শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এগুলো পানি, খাদ্য-আঁশ ও প্রাকৃতিক চিনিরও উৎস। সব মিলিয়ে এই ফলগুলো শরীরের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক ভূমিকা পালন করে। কাজেই করোনাভাইরাসের এই সংক্রমণের সময় রোজকার খাদ্যতালিকায় কিছু মৌসুমি ফল অবশ্যই থাকা উচিত।
সুস্বাদু ও উপকারী ফল আম, টসটসে রসালো কাঁঠাল, লিচুর সুগন্ধে মাতোয়ারা সবাই। আরও আছে কালো জাম, ড্রাগন, কলা, আনারস, তালের শাঁসসহ একটি থালায় অন্তত দশ জাতের দেশীয় ফলের সমাহার। একসঙ্গে এত সুস্বাদু ফলের স্বাদ নিতে জিভে জল আসবে যে কারোর। ১৯ জুন বৃহস্পতিবার ছিল ঈশ্বরগঞ্জ সমকাল সুহৃদের মৌসুমি ফল উৎসবের দিন। এদিন বিকেলে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সুহৃদের এক প্রাণবন্ত মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে ফলের উপকারিতা বিষয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে ফল পাকাতে ও উৎপাদন বাড়াতে নানা ধরনের বিষাক্ত রাসায়নিক ও গ্যাস ব্যবহারের বিষয়টি। এ সময় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সরকার ও ব্যবসায়ীদের বাজারে বিষমুক্ত ফল সরবরাহের আহ্বান জানান সুহৃদরা। কর্মসূচিতে অংশ নেন– ঈশ্বরগঞ্জ সুহৃদ উপদেষ্টা আব্দুল আউয়াল, আতাউর রহমান, রুহুল আমিন রিপন, অ্যাডভোকেট এএসএম সারোয়ার জাহান, মোশাররফ হোসেন ফারুক, সাদ্দাম হোসেন, উপজেলা সুহৃদের আহ্বায়ক মুহাম্মদ আব্দুল হান্নান, সদস্য সচিব আমজাদ হোসেন সোহেল, যুগ্ম আহ্বায়ক মো.

আমিনুল হক, বিলকিস জাহান সেতু, সুহৃদ আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ, মো. মনির উদ্দিন, মো. আলমগীর হোসেন, সাবিবুর হাসান শাকিল, মো. পারভেজ মিয়া, জিল্লুর রহমান সোহাগ, রাব্বি আহমেদ, মো. উবায়দুল্লাহ, হৃদয় মিয়া, আকিব, আব্দুল্লাহ আল মাসুম, সায়মন আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন– সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মো. এহছানুল হক, রেজাউল করিম রাজু, উবায়দুল্লাহ রুমি। এ সময় সুহৃদ সদস্যের বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষীও উপস্থিত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমকালের ঈশ্বরগঞ্জ সংবাদদাতা ও সুহৃদের সমন্বয়ক মহিউদ্দিন রানা। 
সুহৃদরা কেউ কেউ সপরিবারে ছুটে আসেন উৎসবে। সহজলভ্য সুস্বাদু ফল উপস্থাপন ও খাওয়ার পর আড্ডা জমে সুহৃদদের। আয়োজন সম্পর্কে তারা জানান, ফলের উপকারিতা সম্পর্কে জানাতে ও স্বাস্থ্যসম্মত ফলের স্বাদ দিতেই আমাদের এ কর্মসূচি। v
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ ফল র স

এছাড়াও পড়ুন:

বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৬ আগস্ট) বিএসইসির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত 

সহযোগী কোম্পানির মালিকানা বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

উদ্বোধনী বক্তব্য শেষে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব’ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ ও প্রজন্মবান্ধব পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএসইসি।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘আলী’
  • জাপানি সিনেমায় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের গল্প
  • রবি রিচার্জেই চরকিতে দেখা যাবে উৎসব–তাণ্ডব
  • নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়
  • বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত