নিউ ইয়র্কে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল
Published: 23rd, June 2025 GMT
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হচ্ছে বাংলা সিনেমার পূর্ণাঙ্গ চলচ্চিত্র উৎসব ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার উদ্দেশ্যেই এই আয়োজন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
আয়োজকরা জানান, এই ফেস্টিভ্যালে অনুসরণ করা হবে আন্তর্জাতিক নিয়ম কানুন। স্থান পাবে স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই তিনটি ক্যাটাগরিতে বাংলা সিনেমা জমা, নির্বাচন, প্রদর্শন ও পুরস্কৃত করা হবে।
এই ফেস্টিভ্যাল প্রসঙ্গে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর আহ্বায়ক নির্মাতা-প্রযোজক অলিভ আহমেদ বলেন, ‘আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি আন্তর্জাতিক প্লাটফর্ম তৈরি করতে। উৎসবের নাম করে শুধুমাত্র নাচ, গান আর ভিসাপ্রাপ্তদের হাতে গণহারে ক্রেস্ট তুলে দিতে চাই না। আমরা সিনেমার মান উন্নয়ন, গ্লোবালাইজেশন এবং সঠিক বিচার-বিশ্লেষণের মাধ্যমে স্বীকৃতি দিতে চাই। আমাদের রয়েছে অভিজ্ঞ জুড়িবোর্ড।’
এদিকে ফেস্টিভ্যালের সদস্য সচিব প্রযোজক লিটু আনাম বলেন, ‘আমাদের এই আয়োজনের সাথে আছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশন। তারা আমাদের নিশ্চিত করেছেন যে, উৎসব থেকে নির্বাচিত সেরা নির্মাতা, অভিনেতা ও সিনেমার ওপর তারা অর্থ, মেধা ও গ্লোবাল নেটওয়ার্ক বিনিয়োগ করবেন। সুতরাং নাচে-গানে ভরপুর নয় বরং ফিল্ম ফেস্টিভ্যালের প্রকৃত তাৎপর্য নিয়ে আমরা কাজ করতে চাই।’
আয়োজকরা বাংলাদেশের সকল নির্মাতা এবং প্রযোজককে এই উৎসবে তাদের সিনেমা জমা দেওয়ার অনুরোধ জানান। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে নির্মিত স্বল্প, পূর্ণ ও তথ্যচিত্র জমা দেওয়া যাবে। mov কিংবা mp4 ফর্মেটে সকল দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দেওয়া যাবে। অথবা nybanglaff@gmail.
অন্যতম আয়োজক অলিভ আহমেদ জানান, উৎসবটি অনুষ্ঠিত হবে চলতি বছরের অক্টোবরে, নিউ ইয়র্ক-এ। দ্রুতই তারিখ ও ভেন্যু জানানো হবে ওয়েবসাইট ও সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে।
‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশের আরটিভি ও ৫২ টিভি এবং আমেরিকার চ্যানেল ১৪ ও দ্য নিউ ইয়র্ক এডিটোরিয়াল।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন উ ইয়র ক চলচ চ ত র অন ষ ঠ আম র ক
এছাড়াও পড়ুন:
বিজ্ঞানকে জয়ের সংকল্পে বরিশালে চলছে বিজ্ঞান উৎসব
সকাল থেকেই শরতের আকাশে ঝকঝকে রোদ। এমন ঝলমলে পরিবেশে সকালেই শিক্ষার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে বরিশাল ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল) প্রাঙ্গণ। সঙ্গে ছিলেন অনেকের অভিভাবক। শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে ফুটে উঠছিল বিজ্ঞানকে জয় করার সংকল্প।
আজ শনিবার সকাল ৯টা থেকে বিএম স্কুল প্রাঙ্গণে শুরু হয় বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের বরিশালের আঞ্চলিক পর্ব। শুরুতে জাতীয় সংগীতের পর জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার। এ ছাড়া উৎসবের পতাকা উত্তোলন করেন বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান সায়মা আহসান ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার। পরে শিক্ষার্থীদের নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা।
আরও পড়ুন‘বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে’ রাজশাহীতে বিজ্ঞান উৎসব১৩ সেপ্টেম্বর ২০২৫উৎসবে বরিশালের আঞ্চলিক পর্বে বিভাগটির ৬টি জেলার নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। উৎসবে শিক্ষার্থীদের স্ন্যাক্স পার্টনার হিসেবে আছে ড্যান ফুডস লিমিটেড। শিক্ষার্থীরা সেখানে নিজেদের বিজ্ঞান প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়। তাদের উদ্ভাবিত প্রজেক্টগুলো ঘুরে দেখবেন অতিথিরা। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য আছে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা।
সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়টির অডিটরিয়ামে শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বে আরও উপস্থিত ছিলেন বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ম্যানেজার মাহবুবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হেনা রানী বিশ্বাস, বিএম কলেজের বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার দাস, ঝালকাঠি সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গৌতম কুমার সাহা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন প্রমুখ।
শিক্ষার্থীরা উৎসবে নিজেদের বিজ্ঞান প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়