ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী আর নেই
Published: 24th, June 2025 GMT
ভারতের সাবেক বাঁহাতি স্পিনার দিলীপ দোশী সোমবার ৭৭ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে লন্ডনে বসবাস করছিলেন। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, হৃদ্রোগের কারণে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
ক্ল্যাসিক্যাল এই সাবেক বাঁহাতি স্পিনার ভারতের হয়ে ৩৩ টেস্টে ১১৪ উইকেট নিয়েছেন। ছয়বার আছে ৫ উইকেট নেওয়ার কীর্তি। ১৫টি ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা ২২, ইকোনমি রেট ৩.
৭০-এর দশকে ভারতের বিখ্যাত স্পিন ‘চতুষ্টয়’–এর (বিষেন সিং বেদি, এরাপল্লি প্রসন্ন, ভগবৎ চন্দ্রশেখর, শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন) পথ ধরেই জাতীয় দলে আসেন দোশী।
৩২ বছর বয়সে টেস্ট অভিষেক হয় দোশীরউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের সভাপতির ওপর হামলা
পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মাসুদুর রহমান হামলার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত উপজেলা ছাত্র অধিকার পরিষদের কমিটির শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিল শেষে রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফিরছিলেন মাসুদুর রহমান। পথে মুসলিমপাড়া এলাকায় মুখ বাঁধা কয়েকজন ব্যক্তি তাঁকে এলোপাতাড়ি মারধর করে। খবর পেয়ে সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বলেন, ‘কিছু দিন আগে দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি হয়। এ উপলক্ষে আমরা গতকাল রাতে আনন্দ মিছিল করি। মিছিল শেষে মাসুদুর রহমান বাসায় ফেরেন। কিছুক্ষণ পর তিনি আমাকে ফোন দিয়ে জানান, তাঁর ওপর হামলা হয়েছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করি।’
হামলার শিকার মাসুদুর রহমান বলেন, গতকাল রাতে উপজেলা থেকে ফেরার পথে মুখ বাঁধা কিছু ব্যক্তি তাঁকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। তাঁর ধারণা, কমিটিকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ হামলা হতে পারে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, মাসুদুর রহমানের ওপর হামলার অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।