মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান আর ‘কখনো’ পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে পারবে না।

মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাম্প্রতিক হামলার পর ইরানের আর পারমাণবিক কর্মকাণ্ড পুনরুদ্ধারের ক্ষমতা আছে কিনা।

নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরান কখনো নিজে পুনর্নির্মাণ করতে পারবে না্ সেই জায়গাটি পাথরের নিচে, সেই জায়গাটি ধ্বংস হয়ে গেছে।”

আরো পড়ুন:

ইরানের হামলার আগে কাতারের ঘাঁটি থেকে সৌদিতে যুদ্ধবিমান ও রসদ সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে কাতারের ‘কূটনৈতিক বিজয়’

ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, বিশেষ করে অভিযানে জড়িত পাইলটরা তাদের কাজ করেছেন, কল্পনার চেয়েয়ও তারা ভালো করেছেন।

শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালায়। এই হামলার লক্ষ্যগুলোর একটি ছিল ফোর্দো, ইরানের দূরবর্তী পাহাড়ি এলাকার ভেতর লুকানো একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জি–২০ শীর্ষ সম্মেলন বর্জন করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি–২০ শীর্ষ সম্মেলনে তিনি কিংবা কোনো মার্কিন কর্মকর্তা অংশগ্রহণ করবেন না। এতে আবার বিতর্কিত ও প্রমাণহীন দাবি উত্থাপন করে ট্রাম্প বলেছেন, দেশটির শ্বেতাঙ্গ কৃষকেরা সরকারের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। তিনি বলেন, এমনকি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা হত্যারও শিকার হচ্ছে।

ট্রাম্প এর আগে সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন, তিনি আগামী ২২ ও ২৩ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না, তবে তাঁর জায়গায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যোগদান করবেন।

সম্পর্কিত নিবন্ধ