হাজীগঞ্জ প্রিমিয়ার লীগের ফাইল খেলা ও পুরস্কার বিতরণ
Published: 24th, June 2025 GMT
জমকালো আয়োজনের মধ্যদিয়ে হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ - ২০২৫ ( সিজন - ১ ) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
মঙ্গলবার ( ২৪ জুন) সন্ধ্যা সাতটায় শহরের হাজীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন মাঠে উদয়ন গ্রুপের আয়োজনে ও পদক্ষেপ পাঠাগারের সৌজন্যে এই টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
মহানগর ১১নং ওয়ার্ড যুবদল নেতা তৈমুন আলম রোকন ও রবিউল ইসলাম রবিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম, মহানগর যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সদস্য আশিকুর রহমান অনি, মহানগর ছাত্রদলের সাবেক সহ- সভাপতি নাজিম পারভেজ অন্তু।
আরও উপস্থিত ছিলেন, আঃ মালেক নান্টু, আরিফুর রহমান নয়ন, মো.
উল্লেখ্য: ফাইনাল খেলায় হাজীগঞ্জ তরুণ সংঘ বনাম এসিআই পানির কল লিজেন্ডস মধ্যে ফাইল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় টসে জিতে এসিআই পানির কল লিজেন্ডস ৭৮রান সংগ্রহ করেন। হাজীগঞ্জ তরুণ সংঘ ৭৯ রান তারা করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে। ফলে পানির কল লিজেন্ডস ৪০ রানে হাজীগঞ্জ তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণায় ২৫ কোটি টাকা খরচ করবে সরকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে প্রচার–প্রচারণায় ২৫ কোটি টাকা খরচ করবে। মূলত জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলা এবং ৩০০টি উপজেলায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ইত্যাদি তৈরি করে প্রচারের জন্য এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে সরকার। দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে এই কাজ দেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ–সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, এ–সংক্রান্ত কাজ নভেম্বরে শুরু করার নির্দেশনা থাকায় সময় স্বল্পতার জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করা সম্ভব নয়। তাই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকারি ক্রয় বিধিমালা (পিপিপিআর) অনুসারে ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে সরাসরি ক্রয় পদ্ধতিতে নিয়োগের ক্রয় প্রস্তাব নিয়ে আসে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দিয়েছে।
এদিকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে যথাসময়ে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ টন চাল আমদানির লক্ষ্যে পিপিআর অনুসারে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকা বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার একটি প্রস্তাব নিয়ে আসে খাদ্য মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদন দিয়েছে।