১০ মাস পর কবর থেকে তোলা হলো গণআন্দোলনে শহীদের লাশ
Published: 25th, June 2025 GMT
গণআন্দোলনকালে ঢাকার আশুলিয়ায় শহীদ হওয়া চট্টগ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছারের লাশ ময়নাতদন্তের জন্য দাফনের ১০ মাস ২০ দিন পর কবর থেকে তোলা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় আদালতের নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার উপস্থিতিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। কানিজ ফাতেমা এর সত্যতা নিশ্চিত করেছেন।
লাশ উত্তোলনের সময় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ও বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ওমর বিন নুরুল আবছার গণআন্দোলনকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পারিপার্শ্বিক কারণে ওমরের অভিভাবকরা স্থানীয় পুলিশকে না জানিয়েই ২০২৪ সালের ৫ আগস্ট তার লাশ দাফন করেন। ফলে, তার সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত করা হয়নি।
ওমর বিন নুরুল আবছার নিহতের ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত আদেশে সহকারী কমিশনারকে (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওমরের লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দেওয়া হয় বলে আদালত সূত্র জানিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেছেন, আদালতের নির্দেশে শহীদ ওমরের মরদেহ উত্তোলনের পর মামলার তদন্ত কর্মকর্তা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এর পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।
ঢাকা/রেজাউল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ময়ন তদন ত তদন ত র
এছাড়াও পড়ুন:
বিসিবির বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত হলো
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০তম বোর্ড সভা শনিবার অনুষ্ঠিত হয় বিসিবি কার্যালয়ে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে না থাকায় অনলাইনে যুক্ত হন সভায়।
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে।
শুরুতে বিসিবির ২৫ বিভাগের ম্যানেজার ১০ মিনিট করে নিজেদের বিভাগের বর্তমান পরিস্থিতি, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রেজেন্টেশন দেন। পরবর্তীতে শুরু হয় মূল আলোচনা।
আরো পড়ুন:
ঋতুপর্ণাকে বিসিবির বাড়ি উপহার
গামিনি মোহ কাটিয়ে হেমিংয়ে বুঁদ
যেসব সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায়:
ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নতুন করে তৈরি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট বাছাই প্রক্রিয়া চলমান। ২-৩ দিনের ভেতরেই সবকিছু চূড়ান্ত হবে।
আগামী এনসিএলে ঢাকা মেট্রোর পরিবর্তে খেলবে ময়মনসিংহ বিভাগ।
বিপিএলের জন্য রাজশাহীতে ১৬টি প্র্যাকটিস পিচ ও অনান্য সুবিধা
বরিশালে ৮টি প্র্যাকটিস পিচ ও ২টি স্এটার উইকেট তৈরি।
বান্দরবান স্টেডিয়ামে ম্যাচ ও প্র্যাকটিসের উইকেট তৈরি
২ বছরের চুক্তিতে হেড অব টার্ফ ম্যানেজমেন্ট পদে টনি হেমিংকে নিয়োগ
আর্থিক খেলাপী ফ্রাঞ্চাইজি ও স্পন্সর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ
বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজাতে আইসিসি থেকে পরামর্শক নিয়োগ
ক্রিকেট পর্যটনের জন্য বিসিবি ও টু্যরিজম বোর্ডের সঙ্গে ৫ বছরর চুক্তি।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের বাজেট অনুমোদন এবং স্পন্সর ও টিভি রাইটস বিক্রির জন্য দরপত্র আহ্বানের অনুমতি প্রদান।
সাবেক ক্রিকেটার, সংগঠকদের আর্থিক সাহায্য অনুমোদন।
ঢাকা/ইয়াসিন