গণআন্দোলনকালে ঢাকার আশুলিয়ায় শহীদ হওয়া চট্টগ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছারের লাশ ময়নাতদন্তের জন্য দাফনের ১০ মাস ২০ দিন পর কবর থেকে তোলা হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল ১০টায় আদালতের নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার উপস্থিতিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। কানিজ ফাতেমা এর সত্যতা নিশ্চিত করেছেন। 

লাশ উত্তোলনের সময় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ও বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ওমর বিন নুরুল আবছার গণআন্দোলনকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পারিপার্শ্বিক কারণে ওমরের অভিভাবকরা স্থানীয় পুলিশকে না জানিয়েই ২০২৪ সালের ৫ আগস্ট তার লাশ দাফন করেন। ফলে, তার সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত করা হয়নি।  

ওমর বিন নুরুল আবছার নিহতের ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত আদেশে সহকারী কমিশনারকে (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওমরের লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দেওয়া হয় বলে আদালত সূত্র জানিয়েছে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেছেন, আদালতের নির্দেশে শহীদ ওমরের মরদেহ উত্তোলনের পর মামলার তদন্ত কর্মকর্তা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এর পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।

ঢাকা/রেজাউল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ময়ন তদন ত তদন ত র

এছাড়াও পড়ুন:

জি–২০ শীর্ষ সম্মেলন বর্জন করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি–২০ শীর্ষ সম্মেলনে তিনি কিংবা কোনো মার্কিন কর্মকর্তা অংশগ্রহণ করবেন না। এতে আবার বিতর্কিত ও প্রমাণহীন দাবি উত্থাপন করে ট্রাম্প বলেছেন, দেশটির শ্বেতাঙ্গ কৃষকেরা সরকারের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। তিনি বলেন, এমনকি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা হত্যারও শিকার হচ্ছে।

ট্রাম্প এর আগে সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন, তিনি আগামী ২২ ও ২৩ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না, তবে তাঁর জায়গায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যোগদান করবেন।

সম্পর্কিত নিবন্ধ