গণআন্দোলনকালে ঢাকার আশুলিয়ায় শহীদ হওয়া চট্টগ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছারের লাশ ময়নাতদন্তের জন্য দাফনের ১০ মাস ২০ দিন পর কবর থেকে তোলা হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল ১০টায় আদালতের নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার উপস্থিতিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। কানিজ ফাতেমা এর সত্যতা নিশ্চিত করেছেন। 

লাশ উত্তোলনের সময় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ও বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ওমর বিন নুরুল আবছার গণআন্দোলনকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পারিপার্শ্বিক কারণে ওমরের অভিভাবকরা স্থানীয় পুলিশকে না জানিয়েই ২০২৪ সালের ৫ আগস্ট তার লাশ দাফন করেন। ফলে, তার সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত করা হয়নি।  

ওমর বিন নুরুল আবছার নিহতের ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত আদেশে সহকারী কমিশনারকে (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওমরের লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দেওয়া হয় বলে আদালত সূত্র জানিয়েছে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেছেন, আদালতের নির্দেশে শহীদ ওমরের মরদেহ উত্তোলনের পর মামলার তদন্ত কর্মকর্তা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এর পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।

ঢাকা/রেজাউল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ময়ন তদন ত তদন ত র

এছাড়াও পড়ুন:

ভিনিসিয়ুসকে জীবনের ‘অন্যতম সুন্দর শট’ শিখিয়েছেন মদরিচ

সম্প্রতি লা লিগায় বেঞ্চে বসানোয় ক্ষোভ প্রকাশ করে সমালোচনার মুখে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই সমালোচনার জবাব দেওয়ার জন্য ভিনিসিয়ুস হয়তো ভেতরে–ভেতরে তেতে ছিলেন।

সেই জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছেন তিনি। বিশেষ করে গতকাল লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জেতা ম্যাচে যে গোলটি করেছেন, সেটা অনেক দিন মনে রাখার মতো।

ম্যাচের ২৮ মিনিটের খেলা চলছিল তখন। ডান প্রান্তে লেভান্তের বক্সের বাইরে বল পান ফেদে ভালভের্দে। আলতো পাসে বল বাড়ান বক্সে থাকা ভিনিসিয়ুসের উদ্দেশে। ভিনির সামনে তখন লেভান্তের দুই খেলোয়াড়। তাঁদের মাঝ দিয়ে বুটের বাইরের অংশের ব্যবহারে শট নেন ভিনি। বলটা হাওয়ায় ভাসতে ভাসতে বাঁক নিয়ে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে যায় জালে। গোল হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন ভিনিসহ রিয়ালের ফুটবলাররা। ম্যাচটি ৪–১ গোলে জিতেছে রিয়াল।

আরও পড়ুনদূরন্ত এমবাপ্পের ডানায় চড়ে উড়ছে রিয়াল১৫ ঘণ্টা আগে

ভিনির দুর্দান্ত এই লক্ষ্যভেদের পরই এখন আলোচনার কেন্দ্রে তাঁর করা গোলটি। ভিনিসিয়ুস যে ধরনের শটে গোল করেছেন, সেটা বলা হয় ‘ট্রিভেল্লা’ শট। এমন শট বা পাসের ক্ষেত্রে খেলোয়াড়েরা পায়ের বাইরের অংশ (আউট সাইড অব দ্য ফুট) ব্যবহার করেন। এতে বল বাঁক খেয়ে খানিকটা দিক বদলে ফেলে, যা প্রতিপক্ষকে অনেক সময় বিভ্রান্ত করে। গতকাল রাতে ভিনিসিয়ুসের শটটাও ছিল তেমনই একটি শট।

রিয়ালে থাকতে লুকা মদরিচ এই ট্রিভেল্লা শটে প্রতিপক্ষকে বোকা বানাতেন। ম্যাচ শেষে গতকাল এই শটটি নিয়ে কথা বলতে গিয়ে মদরিচের প্রসঙ্গ টেনেছেন ভিনি। রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মজা করে ভিনি বলেছেন, এই শট তিনি মদরিচের কাছ থেকে শেখেন, ‘মদরিচ আমাকে শিখিয়েছে। আমরা চাপ সামলে, বল দখলে রেখে ভালো খেলেছি। এভাবে খেলে আমাদের জিততে পারব। আমি বাইরে (পায়ের বাইরের অংশে) ভালো, আশা করি এটা চালিয়ে যেতে পারব। আমার মনে হয় এটা আমার সবচেয়ে সুন্দর শটগুলোর একটি।’

দলের জয় নিয়ে ভিনিসিয়ুস যোগ করেন, ‘(জয়ের) মূল চাবিকাঠি হলো রক্ষণ, ঐক্য আর টিমওয়ার্ক। আমরা যদি এভাবে খেলতে থাকি, তাহলে এ মৌসুমে অবশ্যই সফল হতে পারব।’

আরও পড়ুনরিয়ালে সর্বোচ্চ বেতন দাবি ভিনিসিয়ুসের, এখন কত পান২৩ জুলাই ২০২৫

রিয়াল পরের ম্যাচ খেলবে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। মাদ্রিদ ডার্বির এই ম্যাচ নিয়ে ভিনি বলেছেন, ‘আমরা ডার্বির জন্য ভীষণ মুখিয়ে আছি। এখন একটু বিশ্রাম নিতে হবে আর এই জয়ের আনন্দ উপভোগ করতে হবে। আশা করি শনিবারও আমরা জিতব।’

ম্যাচ শেষে ভিনিকে নিয়ে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘ভিনি খুব পূর্ণাঙ্গ ও ভালো একটি ম্যাচ খেলেছে। আমি তাকে নিয়ে আনন্দিত।’

সম্পর্কিত নিবন্ধ