বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টোটাল ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা। বুধবার দুপুরে মহাসড়কের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার চট্টগ্রামমুখী লেনে তারা এ বিক্ষোভ মিছিল করেন। 

শ্রমিকদের প্রায় এক ঘন্টা অবরোধের কারণে মদনপুর এলাকা থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আস্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, কয়েক বছরের সার্ভিস চার্জসহ তাদের ২-৩ মাসের বেতন বকেয়া রয়েছে। আমাদের বেতন না দিয়েই মালিক কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে ফ্যাক্টরী বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। তাই আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছি। 

টোটাল ফ্যাশন লিমিটেডের ম্যানেজার মো.

কবির হোসেন বলেন, কারখানা বন্ধের কথাটি সত্যি নয়। আমাদের কারখানার অবস্থা ভালো না হওয়ার স্বত্ত্বেও চালিয়ে যাচ্ছি। আগামী ১০ জুলাইয়ের মধ্যে আমরা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবো। এতে শ্রমিকরা সম্মত হয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। তবে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বস্থ করার পর তারা সড়ক থেকে সরেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ