কেক কেটে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ফেসবুকে পোস্টের পর গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী
Published: 25th, June 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের পর দিন বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিয়ালা কলোনি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক রাজিয়া সুলতানা সম্পা জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার মো.
সূত্রে জানা গেছে, সুলতানা রাজিয়া শম্পা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে কেক কাটছেন।
অপর একটি ভিডিওতে দেখা যায়, কেক কাটার পর বিভিন্ন দোকানে গিয়ে সেই কেক খাওয়াচ্ছেন।
এমন ভিডিও ছড়িয়ে পড়ার পরে মঙ্গলবার রাতে পুলিশ তাকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম বলেন, জেলার পুরাতন স্টেডিয়ামে বাণিজ্য মেলা হচ্ছে। এতে বাচ্চাদের খেলনা বিক্রির জন্য স্টল বরাদ্দ নেন মহিলা আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা সম্পা। সেই স্টলেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। যা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে তাকে আটক করে পুলিশ।
জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘মেলার স্টলে মহিলা লীগের কোনো নেত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কেক কেটেছেন জানতাম না। এত বড় বাণিজ্য মেলায় কে কোথায় কী করল তা জানা সম্ভব না।’
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ প ইনব বগঞ জ আওয় ম ল গ প ইনব বগঞ জ ফ সব ক আওয় ম
এছাড়াও পড়ুন:
জি–২০ শীর্ষ সম্মেলন বর্জন করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি–২০ শীর্ষ সম্মেলনে তিনি কিংবা কোনো মার্কিন কর্মকর্তা অংশগ্রহণ করবেন না। এতে আবার বিতর্কিত ও প্রমাণহীন দাবি উত্থাপন করে ট্রাম্প বলেছেন, দেশটির শ্বেতাঙ্গ কৃষকেরা সরকারের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। তিনি বলেন, এমনকি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা হত্যারও শিকার হচ্ছে।
ট্রাম্প এর আগে সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন, তিনি আগামী ২২ ও ২৩ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না, তবে তাঁর জায়গায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যোগদান করবেন।