রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি গঠনের ২০ দিন পর তিন নেতা পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগ করা তিন নেতা হলেন উপজেলা সমন্বয় কমিটির সদস্য তৌফিক হোসেন, মোক্তাদি কেমি ও জাহাঙ্গীর আলম। তাঁরা দাবি করেন, দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হয়নি। অন্যদিকে যাঁরা দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করেননি, তাঁদের পদ দেওয়া হয়েছে। এ জন্য তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ৫ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত চিঠিতে পীরগঞ্জে ২৫ সদস্যের উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে পদ পান এ এস মজনু। যুগ্ম সমন্বয়কারী হন রাকিব মিয়া, রাকিবুল ইসলাম ও মোদাব্বেরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌফিক হোসেন বলেন, ‘এই কমিটি গঠনের প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতা ও ন্যায়বোধের সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আমরা গঠিত সমন্বয় কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যাঁদের অতীত কর্মকাণ্ড বিতর্কিত। দলের জন্য কাজ করা ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করে উপেক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি জুলাই–আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নয়, একক সিদ্ধান্তে কমিটি গঠন করেছে। দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করেননি, এমন ব্যক্তিদের সমন্বয়ক পদ দেওয়া হয়েছে।’ জুলাই আন্দোলনে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া নারী সংগঠকদের কমিটিতে স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করে প্রধান সমন্বয়কারী এ এস মজনু বলেন, গণতান্ত্রিক নিয়ম মেনে কমিটি গঠন করা হয়েছে। বিতর্কিত কাউকে রাখা হয়েছে, এমন অভিযোগ কেউ করেননি। সংগঠনের অনেক নারী আছেন, যাঁরা জাতীয় গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় যুবশক্তিতে যুক্ত হবেন। তাই তাঁদের কমিটিতে রাখা হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমন বয়ক প রগঞ জ পদত য গ কম ট ত য় কম ট গঠন র

এছাড়াও পড়ুন:

ভিনিসিয়ুসকে জীবনের ‘অন্যতম সুন্দর শট’ শিখিয়েছেন মদরিচ

সম্প্রতি লা লিগায় বেঞ্চে বসানোয় ক্ষোভ প্রকাশ করে সমালোচনার মুখে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই সমালোচনার জবাব দেওয়ার জন্য ভিনিসিয়ুস হয়তো ভেতরে–ভেতরে তেতে ছিলেন।

সেই জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছেন তিনি। বিশেষ করে গতকাল লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জেতা ম্যাচে যে গোলটি করেছেন, সেটা অনেক দিন মনে রাখার মতো।

ম্যাচের ২৮ মিনিটের খেলা চলছিল তখন। ডান প্রান্তে লেভান্তের বক্সের বাইরে বল পান ফেদে ভালভের্দে। আলতো পাসে বল বাড়ান বক্সে থাকা ভিনিসিয়ুসের উদ্দেশে। ভিনির সামনে তখন লেভান্তের দুই খেলোয়াড়। তাঁদের মাঝ দিয়ে বুটের বাইরের অংশের ব্যবহারে শট নেন ভিনি। বলটা হাওয়ায় ভাসতে ভাসতে বাঁক নিয়ে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে যায় জালে। গোল হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন ভিনিসহ রিয়ালের ফুটবলাররা। ম্যাচটি ৪–১ গোলে জিতেছে রিয়াল।

আরও পড়ুনদূরন্ত এমবাপ্পের ডানায় চড়ে উড়ছে রিয়াল১৫ ঘণ্টা আগে

ভিনির দুর্দান্ত এই লক্ষ্যভেদের পরই এখন আলোচনার কেন্দ্রে তাঁর করা গোলটি। ভিনিসিয়ুস যে ধরনের শটে গোল করেছেন, সেটা বলা হয় ‘ট্রিভেল্লা’ শট। এমন শট বা পাসের ক্ষেত্রে খেলোয়াড়েরা পায়ের বাইরের অংশ (আউট সাইড অব দ্য ফুট) ব্যবহার করেন। এতে বল বাঁক খেয়ে খানিকটা দিক বদলে ফেলে, যা প্রতিপক্ষকে অনেক সময় বিভ্রান্ত করে। গতকাল রাতে ভিনিসিয়ুসের শটটাও ছিল তেমনই একটি শট।

রিয়ালে থাকতে লুকা মদরিচ এই ট্রিভেল্লা শটে প্রতিপক্ষকে বোকা বানাতেন। ম্যাচ শেষে গতকাল এই শটটি নিয়ে কথা বলতে গিয়ে মদরিচের প্রসঙ্গ টেনেছেন ভিনি। রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মজা করে ভিনি বলেছেন, এই শট তিনি মদরিচের কাছ থেকে শেখেন, ‘মদরিচ আমাকে শিখিয়েছে। আমরা চাপ সামলে, বল দখলে রেখে ভালো খেলেছি। এভাবে খেলে আমাদের জিততে পারব। আমি বাইরে (পায়ের বাইরের অংশে) ভালো, আশা করি এটা চালিয়ে যেতে পারব। আমার মনে হয় এটা আমার সবচেয়ে সুন্দর শটগুলোর একটি।’

দলের জয় নিয়ে ভিনিসিয়ুস যোগ করেন, ‘(জয়ের) মূল চাবিকাঠি হলো রক্ষণ, ঐক্য আর টিমওয়ার্ক। আমরা যদি এভাবে খেলতে থাকি, তাহলে এ মৌসুমে অবশ্যই সফল হতে পারব।’

আরও পড়ুনরিয়ালে সর্বোচ্চ বেতন দাবি ভিনিসিয়ুসের, এখন কত পান২৩ জুলাই ২০২৫

রিয়াল পরের ম্যাচ খেলবে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। মাদ্রিদ ডার্বির এই ম্যাচ নিয়ে ভিনি বলেছেন, ‘আমরা ডার্বির জন্য ভীষণ মুখিয়ে আছি। এখন একটু বিশ্রাম নিতে হবে আর এই জয়ের আনন্দ উপভোগ করতে হবে। আশা করি শনিবারও আমরা জিতব।’

ম্যাচ শেষে ভিনিকে নিয়ে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘ভিনি খুব পূর্ণাঙ্গ ও ভালো একটি ম্যাচ খেলেছে। আমি তাকে নিয়ে আনন্দিত।’

সম্পর্কিত নিবন্ধ