রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি গঠনের ২০ দিন পর তিন নেতা পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগ করা তিন নেতা হলেন উপজেলা সমন্বয় কমিটির সদস্য তৌফিক হোসেন, মোক্তাদি কেমি ও জাহাঙ্গীর আলম। তাঁরা দাবি করেন, দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হয়নি। অন্যদিকে যাঁরা দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করেননি, তাঁদের পদ দেওয়া হয়েছে। এ জন্য তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ৫ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত চিঠিতে পীরগঞ্জে ২৫ সদস্যের উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে পদ পান এ এস মজনু। যুগ্ম সমন্বয়কারী হন রাকিব মিয়া, রাকিবুল ইসলাম ও মোদাব্বেরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌফিক হোসেন বলেন, ‘এই কমিটি গঠনের প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতা ও ন্যায়বোধের সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আমরা গঠিত সমন্বয় কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যাঁদের অতীত কর্মকাণ্ড বিতর্কিত। দলের জন্য কাজ করা ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করে উপেক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি জুলাই–আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নয়, একক সিদ্ধান্তে কমিটি গঠন করেছে। দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষা করেননি, এমন ব্যক্তিদের সমন্বয়ক পদ দেওয়া হয়েছে।’ জুলাই আন্দোলনে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া নারী সংগঠকদের কমিটিতে স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করে প্রধান সমন্বয়কারী এ এস মজনু বলেন, গণতান্ত্রিক নিয়ম মেনে কমিটি গঠন করা হয়েছে। বিতর্কিত কাউকে রাখা হয়েছে, এমন অভিযোগ কেউ করেননি। সংগঠনের অনেক নারী আছেন, যাঁরা জাতীয় গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় যুবশক্তিতে যুক্ত হবেন। তাই তাঁদের কমিটিতে রাখা হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমন বয়ক প রগঞ জ পদত য গ কম ট ত য় কম ট গঠন র

এছাড়াও পড়ুন:

বিসিবির বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত হলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০তম বোর্ড সভা শনিবার অনুষ্ঠিত হয় বিসিবি কার্যালয়ে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে না থাকায় অনলাইনে যুক্ত হন সভায়। 

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম‌্যারাথন সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। 

শুরুতে বিসিবির ২৫ বিভাগের ম‌্যানেজার ১০ মিনিট করে নিজেদের বিভাগের বর্তমান পরিস্থিতি, অগ্রগতি এবং ভবিষ‌্যৎ পরিকল্পনার প্রেজেন্টেশন দেন। পরবর্তীতে শুরু হয় মূল আলোচনা।

আরো পড়ুন:

ঋতুপর্ণাকে বিসিবির বাড়ি উপহার

গামিনি মোহ কাটিয়ে হেমিংয়ে বুঁদ 

যেসব সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায়:   

ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নতুন করে তৈরি। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন‌্য স্পোর্টস ম‌্যানেজমেন্ট বাছাই প্রক্রিয়া চলমান। ২-৩ দিনের ভেতরেই সবকিছু চূড়ান্ত হবে। 

আগামী এনসিএলে ঢাকা মেট্রোর পরিবর্তে খেলবে ময়মনসিংহ বিভাগ।

বিপিএলের জন‌্য রাজশাহীতে ১৬টি প্র‌্যাকটিস পিচ ও অনান‌্য সুবিধা

বরিশালে ৮টি প্র‌্যাকটিস পিচ ও ২টি স্এটার উইকেট তৈরি। 

বান্দরবান স্টেডিয়ামে ম‌্যাচ ও প্র‌্যাকটিসের উইকেট তৈরি

২ বছরের চুক্তিতে হেড অব টার্ফ ম‌্যানেজমেন্ট পদে টনি হেমিংকে নিয়োগ

আর্থিক খেলাপী ফ্রাঞ্চাইজি ও স্পন্সর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ

বোর্ডের অ‌্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজাতে আইসিসি থেকে পরামর্শক নিয়োগ

ক্রিকেট পর্যটনের জন‌্য বিসিবি ও টু‌্যরিজম বোর্ডের সঙ্গে ৫ বছরর চুক্তি।

বাংলাদেশ-নেদারল‌্যান্ডস সিরিজের বাজেট অনুমোদন এবং স্পন্সর ও টিভি রাইটস বিক্রির জন‌্য দরপত্র আহ্বানের অনুমতি প্রদান।

সাবেক ক্রিকেটার, সংগঠকদের আর্থিক সাহায‌্য অনুমোদন। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ