অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান, শনিবার ‘মার্চ টু এনবিআর’
Published: 25th, June 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার যে আমন্ত্রণ জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে আগামী শুক্রবারের মধ্যে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ না করলে শনিবার ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও সহসভাপতি মোনালিসা শাহরীন সুস্মিতা। তারা বলেন, গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, কর ও শুল্ক ক্যাডার কর্মকর্তাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনবিআরকে স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। রাজস্ব নীতি ও বাস্তবায়ন আলাদা করার কাঠামোটি রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের পরামর্শের মাধ্যমে চূড়ান্ত করা হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এর আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর হবে না। কিন্তু একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেছেন, এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। অর্থাৎ সরকারের অবস্থান বদলেছে, যা প্রতিশ্রুতির বরখেলাপ। এছাড়া অর্থ উপদেষ্টা বলেছেন, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে এনবিআরে আন্দোলন চলছে। তবে কে বা কারা এই প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী- তা তদন্ত করার দাবি তুলেছে ঐক্য পরিষদ।
আজ অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআরের চলমান সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ড.
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে পতিত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলা আখ্যা দিয়ে ঐক্য পরিষদের নেতারা বলেন, তাকে (চেয়ারম্যান) অপসারণের মধ্য দিয়েই রাজস্ব ব্যবস্থা সংস্কারের যাত্রা শুরু হবে। এ জন্য আজ বৃহস্পতিবারও দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগে সারাদেশে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি চলবে।
আন্দোলনে যুক্ত থাকায় কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবসর বা বদলিসহ যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে সবাই সম্মিলিতভাবে তা প্রতিহত করবে বলে হুমকি দিয়ে ঐক্য পরিষদ।
গত ২১ জুন সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফায় প্রথম কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতির আন্দোলন করেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। আর ২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এর ফলে ২৬ মে কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে চেয়ারম্যানকে অপসারণ ও তাকে অসহযোগিতা করার ঘোষণা দেওয়া হয়।
গত ২০ জুন এনবিআর কাঠামোগত সংস্কার কার্যক্রমে সমন্বয় করার জন্য ছয় সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করে রাজস্ব বোর্ড। এনবিআর সদস্য (কর, লিগ্যাল ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে এই কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ঐক্য পরিষদ বলছে, তাদের কোনো প্রতিনিধি না রেখে বিতর্কিত সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এনব আর কর মকর ত ন ত কর ব যবস
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার